ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098
Image Source - Chloe Early

- তমাল ঘোষ



        এ আঁধার নীলিমায় ভরে যাবে দেখো
         শুধু এতটুকুই নীল রেখো  ।।
  আমরা আছি
         মরুবুকে নামবেই শস্যার ঢল,
         রেখো এতটুকুই জল  ।। 
এই কংক্রিট চিহ্ন দেবো
আধুনিক জনপদে অভিনব অরন্য জেগে থাক,
সন্ধ্যার শুঁড়িপথে খুজে নেবো মননের বাঁক
যতটাই পিছিয়েছি ততটা অরন্য বুকে নিয়ে
          এ মাটি চৈত্র মাতাক।। 
                

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098