'হাতখরচ ২'
প্রেম মোটামুটি ঘন হলে
খুচরোর আওয়াজের মতো
শোনা যায়
এতদিন প্রয়োজন ছিল না
বড় নোট ফুরিয়েছে
সিগারেট প্যাকেটে নয়
খোলা কিনছি
একটা ছটাকার ফিলটার
দাদা
মনে হতে পারে এসব নেশায়
না আসাই ভাল ছিল
কপালের মাঝে যে ঝিম
লেগে যেত
সেগুলোই তো আমাদের কাছে
এনে দেয়
ঘন প্রেম তরল হতে থাকে
আমরা সিগারেট ছাড়ব ভাবি
তারপর বলি দিনে একটাই
তারপর একদিন ফের কাছে
আসে
চুমুতে চুমুতে দেখি
কপালের মাঝে আর নয়
হাত পা শরীর মিলে যে মন
নেশায় অবশ হয়ে আসে
খুচরো জমিয়ে প্রেম কিনি


No comments:
Post a Comment