ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


'হাতখরচ ২'

প্রেম মোটামুটি ঘন হলে 
খুচরোর আওয়াজের মতো শোনা যায়
এতদিন প্রয়োজন ছিল না
বড় নোট ফুরিয়েছে
সিগারেট প্যাকেটে নয় খোলা কিনছি
একটা ছটাকার ফিলটার দাদা

মনে হতে পারে এসব নেশায় না আসাই ভাল ছিল

কপালের মাঝে যে ঝিম লেগে যেত
সেগুলোই তো আমাদের কাছে এনে দেয়

ঘন প্রেম তরল হতে থাকে

আমরা সিগারেট ছাড়ব ভাবি
তারপর বলি দিনে একটাই 
তারপর একদিন ফের কাছে আসে 
চুমুতে চুমুতে দেখি কপালের মাঝে আর নয়
হাত পা শরীর মিলে যে মন
নেশায় অবশ হয়ে আসে


খুচরো জমিয়ে প্রেম কিনি

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098