ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

- সম্পা গুপ্ত  
 মাঝেরহাট

খেটে খাওয়া মানুষের
নিপাট সংসারের উপর ভেঙে পড়েছে সেতু,
ফেসবুকে,ওয়াটসঅ্যাপে
শেয়ার হচ্ছে ভীষণ দুঃখে
লাইক পড়ছে, কমেন্ট পড়ছে,
দূরদর্শন জানাচ্ছে
নিয়মিত খবর।
আমরা হাহুতাশ করছি
আপনজনের নিচ্ছি খবর
কেউ আছে আমার স্বজন,
আমার আপন?
যে দধিচীদের হাড়ে তৈরি সেতু
আজ তাঁরা উৎসর্গ করল জরাজীর্ণ কাঠামো ।
গর্ত খুঁড়েছে সপ্তমবর্ষের অবহেলা 
সবুজ নীলে জমাট বাঁধছে রুধির,
যার ধারার সাথে মিশছে 
শুধু বুক চাপড়ানো হাহাকার।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098