কলকাতা- The city of Joy…
ভিক্টোরিয়া থেকে কলকাতা বইমেলা। ব্যোটানিক্যাল গার্ডেন
থেকে যুবভারতি প্রতিদিন টানে হাজার হাজার মানুষ।
কলকাতার স্থাপত্য কলকাতার ইতিহাস প্রতিদিন কলকাতাকে প্রমান
করেছে তিলোত্তমা রুপে।
এই শহরকে নিয়ে অনেক গল্প অনেক ইতিহাসই হয়তো আমাদের জানা
তাই আজ একবার দেখে নিন কলকাতার ৮টি অজানা তথ্য।
১) সাইন্স সিটি শুধু ভারতের নয়, ভারতীয় উপ-মহাদেশের বৃহত্তম
সাইন্স সেন্টার।
২) ২০০৬ সালের আগে কলকাতার নিজের নামে কোন স্টেশন ছিল না শহরে। শিয়ালদা এবং
হাওড়া ছিল যোগাযোগের
একমাত্র মাধ্যম। ‘কলকাতা’ নামে প্রথম স্টেশন তৈরি হয় চিৎপুরে।
৩) শতাব্দী প্রাচীন ‘ কলকাতা ফুটবল লীগ’ ভারতবর্ষের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয়
ফুটবল লীগ। এই লীগ শুরু হয় ১৮৯৮ সালে।
৪) কলকাতা ভারতবর্ষের একমাত্র শহর যেখানে এখনও ট্রাম চলাচল করে। শুধু তাই নয় এশিয়ার প্রথম ইলেকট্রিক ট্রাম শুরু হয় এই শহরেই ১৯০২ সালে।
৫) হাওড়া ব্রিজ তৈরির সময় ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল
কলকাতায়। জলের নিচে ব্রিজটি তৈরির সময় ‘ক্যাশন’( যা দিয়ে জলের নিচের কন্সাক্ট্রাকশন হয় ) ভেঙ্গে পরে
এবং দু ফিট পর্যন্ত ভেতরে ঢুকে যায় যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল
কলকাতার আশেপাশের অঞ্চলে।
৬) ১৮৬২ সালে শুরু হওয়া ‘কলকাতা পোলো ক্লাব’ পৃথিবীর
প্রাচীনতম পোলো ক্লাব।
৭) ভারতবর্ষের প্রথম পোর্ট তৈরি হয় খিদিরপুরে। ইস্ট ইন্ডিয়া
কোম্পানি এই পোর্ট তৈরি করে ১৮৭০ সালে।
৮) মোহনবাগান ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব। এই ক্লাব
স্থাপিত হয় ১৮৮৯ সালে।
No comments:
Post a Comment