-'চলে যাচ্ছিস?'
বৃদ্ধ
লোকটির চোখের কোণে চিকচিক করে ওঠে জল। সে কান্না মুছিয়ে মিষ্টি সুরে মেয়েটা বলে,
- 'যেতে তো হবেই। আমাকে তো সাজিয়েছিস অন্যের ঘরে পাঠাবি বলেই।'
-'টাকাটুকু না পেলে যে সংসার চলে না মা। না হলে তোকে ধরে রাখতাম রে
আমার ঘরে আজীবনের মতো! ঠিক ধরে রাখতাম। যেতেই দিতাম না!'
- 'ওরে পাগল! আমি তো তোর ঘরেই ধরা আছি রে। তোর সাথে এমন মায়ার বাঁধন
ছিঁড়ে কোথায় যাব বল! ফিরে ফিরে সেই তোর কাছেই আসব।'
- 'আমাকে
ভুলে যাসনে যেন!'
- 'আহা বোকা
ছেলে আমার! ছেলেকে তার মা কখনো ভুলতে পারে! তুই আমার মধ্যে আছিস। আর আমি তোর মধ্যে।'
বাইরে তখন নামী পুজোর কর্মকর্তাদের ভিড়।
সন্ধ্যে নামছে।অনেকে মিলে ট্রাকে ওঠানো হল দেবী দুর্গার বিশাল মূর্তি। কুমোরটুলি
থেকে ট্রাক চলল মন্ডপের উদ্দেশ্যে। ঢাকের আওয়াজ, 'জয় মা দুর্গা' জয়ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল রাস্তার বাঁকে।
আর এদিকে, প্রদীপটা নিভিয়ে শিল্পী তার
ঘরে ফিরে এল। চোখ ভর্তি ছলছল জল। মেয়েকে বিদায় দিতে বাবার বুক কেঁপে ওঠে। মাকে বিদায়
দিতে ছেলের দালানটা আজ ফাঁকা পরে রয়েছে। এককোণে খড়, মাটি, রঙের কৌটো।
আবার একটা বছরের অপেক্ষা...
No comments:
Post a Comment