ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098



আমি তোকে কতক্ষণ ধরে একটা কথা বলছি! পাত্তাই দিলি না!
তখন থেকে ঘ্যাঘ্যা করে যাচ্ছিস কেন বল তো! হয়েছেটা কি?

চল না সৌম্য ঠাকুর দেখতে যাই!
উফফফ! এই নিয়ে বার কুড়ি কথাটা বললি তুই।
আর তুই বার কুড়িই পাত্তা দিলি না।
আচ্ছা পিউ ক'টা বাজে দেখ তো ঘড়িতে?
মোটে পৌনে একটা।
মোটে?
হুঁ পুজোর শহরে তাও সপ্তমীর রাতে এটা কিছুই না! চল না সৌম্য...চল না!
তুই ফোনটা রাখ। রেখে ঘুমো। আমারও ঘুম পাচ্ছে।
এমনি করছিস তো?
আচ্ছা। ঘুমোবি না তো?
না।
ঠিক আছে।তাহলে দরজাটা খোল।
মানে?
মানে মেন দরজাটা খুলে নিচে নেমে আয়। আমি তোদের ফ্ল্যাটের তলায় দাঁড়িয়ে আছি বাইক নিয়ে।   ঠাকুর দেখতে যাব।
মানে!! অ্যাই সৌম্য! আমি তো ইয়ার্কি মারছিলাম।
বাট আই অ্যাম সিরিয়াস। জলদি আয়। মশা কামড়াচ্ছে। পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি।
মানে তুই এতক্ষণ ফোনে নাটক করছিলিগালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দেব তোমার বুঝেছো তো?
আচ্ছা আচ্ছা গালাগালি পরে দিবি। আপাতত হে আমার ভবিষ্যত প্রজন্মের ধারিণীহে আমার হবু অর্ধাঙ্গিনী দয়া করিয়া গাত্রোত্থান করিয়া আপনার বাটীর বাহিরে পদার্পণ করিয়া আমাকে বাধিত করুন।আমি অপেক্ষারত।
শয়তানের গাছ একটা! আসছি আমি!
একটা চাদর নিয়ে আসিস পিউ। হালকা হিম পরছে।
উমমম একটাই চাদর আনব কিন্তু। তুই আমি..
তুই আসবি শয়তানি???? মশা কামড়াচ্ছে তো!!!!
উফফ আসছি আসছি দাঁড়া.....

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098