ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

কনিফার্স সংক্রান্ত প্রেমদীপায়ন কর্মকার
১.
চোখ বুজে দেখি আঁধারের বিস্তার।অচেনা গলির জাদুবাস্তবে শিশু হয়ে উঠি।এখানে পাহাড় ভেঙে উঠে যায় সূর্য; বন্ধু সেজে আভা ছড়ায় বার্চ পাইনের কাঠগুলোয়।গলায় ক্যামেরা ঝুলছে ঠিকই কিন্তু ছবি তুলতে গিয়ে ভুলে যাই পিক্সেলের ক্ষমতা।
এই শতাব্দীতে এভাবে কেউ ক্রাইসিসে ভোগেনি। যেভাবে মুগ্ধচোখে আমি দেখি আঁধারের বিস্তার।পায়রার মতন উবে যায় স্মৃতি...

২.
ঠিকানা যে দেশেরই হোক তোমার কাছে এই লেখা পৌঁছে যাবে ঠিক। প্রাচীন পৃথিবী হয়ে জেগে উঠবে বয়েস। মেঘ-ভর্তি আকাশের তলায় আমার ঠান্ডা গাল
আর একা বসে থাকা পাহাড়ি ময়নার সুর।
জানোই তো ;  জাদুবাস্তবের ভাষায় গুল্মেরাও ডিগবাজি খেয়ে বৃক্ষ সাজে।প্রিয় কনিফার্স।

৩.
ভোর আসতেই ; রোপওয়ে জুড়ে কিছু ফুল এলো। এদের গন্ধ বা রং কোনোটাই আমার পরিচিত নয় তবু কিভাবে ভালোবেসে ফেললাম। যেভাবে সদ্যোজাতকে এক দেখায় কোলে তুলে নেয় মা।

৪.
বসন্তের অপেক্ষা না রেখেই পাহাড়ের সুর পালটে যায়।প্লট ; সিন ; আবেগ ; ঢেউ সব পালটে যায় গঙ্গার মতন।আবক্ষ তোমায় যেভাবে আবিষ্কার করেছিলাম ঠিক তার তিনদিন পর। দেওয়াল বেয়ে নেমে এসেছিল জুবিলি ব্রিজ। পাহাড়ের কোলে তোমার মুখ ভেসে আসে সেরমই ন্যুব্জ আমি ; পাঁচিলকে দোষ দি।

৫.
শেষবার কি বই পড়েছিলাম মনে নেই। শুধু জানি; গোলপাহাড়ের চা-বাগানের মালিক তোমায় দেখে ফেলেছিল। আঁধারের মাঝে তোমার ঠোঁটে কনিফার্স দেখে পাগল হয়েছিল ব্যাটা। আর ; ওপাশ থেকে আমি; পরপুরুষের চোখে তোমায় ঝালিয়ে নিয়েছিলাম। আপাদমস্তক।
সেই রাতে ঘুম আসেনি আমার। আর ঐ মালিকেরও।

৬.
চোখ বুজলে আমাদের প্রথম মেয়ের কথা মনে পড়ে। পুরোনো শোক ভুলে সিগারেট জ্বালাই। আর সর্পিল রাস্তায় তুমি স্রষ্টা হয়ে ওঠো। পাহাড়কন্যা হিসেবে মানাবে বলেই; তোমার ঝুলিতে রডোডেনড্রন আঁকি। শুয়ে থাকি ক্যানভাসের সাহসী রঙের তলায়।

৭.
ফিরে আসার বেলায় মনে হয়েছিল ;একটা গাঙচিল ধার করে নিয়ে যাব। পাখনায় ওর জাদুবাস্তব। যার আড়াল বেয়ে প্রতিবার তুমি ফিরে আসবে পাহাড়ে।কনিফার্স হয়ে সেজে উঠবে রোপওয়ে।অথবা আঁধার বিস্তার পাবে আরও কিছুটা।



________________________________________________________________________


মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, বই-এর সমলোচনা, ফটোগ্রাফি, বিশ্লেষণ ও সিনেমা, ডিজিটাল আর্ট, খেলা-ধুলো - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।_______________________________________________________
BlogTog is a new forum for creativity. We are trying to set a benchmark for all the independent talents so that they can freely flaunt their skills without any pressure. We will be glad if you lend your hand to support us in seeing into the future. Click on this Link - http://p-y.tm/P8c2Coihd


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098