একটি মৃতদেহ এবং সিঙ্গুর আন্দলন – কিংশুক সিংহ
সিঙ্গুর আন্দোলন মনে আছে? তাপসী মালিকের ধর্ষণ এবং হত্যা নিয়ে উত্তাল
হয়েছিল সেদিন সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গ। তাপসী মালিকের ধর্ষিত রক্তাক্ত অর্ধনগ্ন
দেহ টাটা অধিগৃহিত জমির এক উনুন থেকে উদ্ধার করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এর
'আমরণ অনশন' সেদিন দেশ-বিদেশের মিডিয়া প্রচারিত করেছিল 'ব্যাপক' ভাবে। ধর্ষিতার
পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সর্বতোভাবে। তাপসী
মালিকের পরিবারকে সিপিআইএম নির্যাতনের ভুক্তভোগী হিসেবেও তুলে ধরা হয়েছিল। 'হয়তো'
ভয়ঙ্কর এক ষড়যন্ত্র কাজও করছিল এর পেছনে। তাপসী মালিকের মৃতদেহের উপর দাঁড়িয়ে
নোংরা রাজনীতি এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে টাটাদের সিঙ্গুর ছেড়ে চলে যেতে বাধ্য
করা হলো। যাই হোক.. তৎকালীন সময়ে সিবিআই এই ধর্ষণ কাণ্ডের প্রধান মুখ হিসেবে
গ্রেপ্তার করা হয়েছিলো সিপিআইএম পার্টি কমরেড সুহৃদ দত্তকে। লাই ডিটেক্টর থেকে
শুরু করে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ আজও সুহৃদ বাবুকে দোষী প্রমাণিত করতে সক্ষম হয়নি।
উপরন্তু কমরেড সুহৃদ দত্ত জেলে থাকাকালীন আক্রান্ত হলেন চর্মরোগে। তা এই গেলো
মিথ্যা মামলায় ফাঁসানোর নোংরা চক্রান্তের এক অঙ্গ।
তাপসী মালিক আজ আর নেই। সেদিনকার 'ফুটেজ রাণী' আজ
রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই 'ফুটেজ রাণী' যিনি কিনা তাপসী
মালিকের পরিবারের হয়ে 'লড়াই' করেছিলেন সেই তার দলের বিরুদ্ধেই নির্বাচনের ময়দানে
নির্দল প্রার্থী হিসেবে অবতীর্ণ হলেন স্বয়ং তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক।
সেই তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক এবার সিঙ্গুর থেকে নির্দল হিসেবে ভোটে
লড়বেন। সিঙ্গুরের ৪ নম্বর জেলা পরিষদ আসনে গত বারের জয়ী তৃনমূল প্রার্থি পূর্ণিমা
ঘোষ-এর বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো নিয়ে তাকে প্রশ্ন করা হলে তার
সোজাসাপ্টা জবাব.. "আমার মেয়েকে যারা ধর্ষণ এবং খুন করেছে, তারা সবাই তৃণমূল
করে। অনেকে আবার তৃণমূলের হয়ে ভোটেও দাঁড়িয়েছে.. তাই আমি আজ তৃণমূলের বিরুদ্ধে
নির্দল প্রার্থী হিসেবে ময়দানে অবতীর্ণ।" এবং একটি কথা বলা ভীষণ জরুরী এখানে
যে সেই বৃদ্ধ নেতা সুহৃদ দত্ত কিন্তু তৃণমূল করেন না। তিনি ভেঙে পড়া শরীর নিয়ে আজও
লাল ঝান্ডার মিছিলে হাঁটেন।
আসলে.. তৎকালীন সময়ে শুধুমাত্র একটি দাবার ঘুঁটির
দরকার ছিল.. যা বর্তমান মুখ্যমন্ত্রী পেয়েছিলেন তাপসী মালিকের ধর্ষিত,
ছিন্নবিচ্ছিন্ন লাশ রূপে। কে বলতে পারে.. হয়তো সেই দাবার ছক এবং ঘুঁটি নিজের মতোন
করে সাজিয়ে নিয়েছিলেন সিঙ্গুর আন্দোলনের 'অনশনকারী' নেত্রীই।।
No comments:
Post a Comment