মায়ের হৃদয় গান বুনেছে
ছেলের খিদের আখর খুঁজে;
ভালবাসার এ রক্তপাত
ঢাকবে তুমি কি ব্যান্ডেজে?
যন্ত্র দিয়ে মাপছো হৃদয়
শুনছো শুধুই লাব ডুব ডুব;
আমার ছেলের হৃদয় মাপতে
তোমার যন্ত্র বড়ই বেকুব।
হবেই জয় আমার ছেলের
ওর হাতে যে ন্যায়ের অসি।
বসুন্ধরা বীরভোগ্যা
স্বর্গাদপি গরিয়সী।।
#MCK_জয়_হবেই।
No comments:
Post a Comment