ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


π=CD

T=2π√LG


চোখ কপালে তুলে মনে মনে গালি দিচ্ছেন, জানি। অঙ্ক কি কঠিন সেটাও মানি। তবে এইটুকুতেই “আমারা-ওরা” হয়ে গেছে। যারা দুধ খায়, থুরি যারা ভালো ছেলে (মেয়েরাও বটে; লিঙ্গ বৈষম্য আমি বরদাস্ত করি না), বই খুলে বসেছে। Gauss–Legendre algorithm, cosine function, Polygon approximation এমন কত না জানি শক্ত শক্ত সমীকরণ আর হাইপোথেসিস উলটাচ্ছে।আমি কিন্তু সে সবের মধ্যে নেই। গাবলু, বাসু, জিতু, হিমুদের সাথে আড্ডা দিতে গিয়ে বললাম, গোল্লাছুট খেলি। তাই ওরা একটা বড় গোল এঁকে ফেললো।আমি বললুম মেপে ফেল তো গোল্লার পরিসীমা। ফিতে দিয়ে মেপে ওরা বলেলে ৮২ সেন্টিমিটার। আমিও হাত লাগালুম, তাই গোল্লার মাঝ বরাবর মেপে ফেল্লুম গোল্লার ব্যাস-২৬ সেন্টিমিটার। ব্যাস হয়ে গেলো। এটা দিয়ে ওটা ভাগ করে দেখি ভাগফল ৩.১৫৩৮….., মেলে আর না।আরে এই তো পেলাম পাই (π)। ফিতে দিয়ে মাপজোক টা যদি নিখুঁত করা যেত তবে ওই ভাগফল ৩.১৪ এর মতই হত। পাই তো পেলাম, এর ভেতরে অনেক সংখ্যার কুটকচালি আছে। আমারা সেসবের মধ্যে নেই।আর্কিমিডিস থেকে আরম্ভ হয়েছে, আজও পাই নিয়ে ফাইফরমাশ খেটে চলেছে কত্ত লোক। একটা নতুন শব্দও চালু হয়েছে Piphilology, পাইএর দশমিকের পর এই পৌনপুনিক আবর্ত মনে রাখার দর্শন। Guinness World Record অনুসারে ভারতের রাজবীর মিনা টানা ৯ ঘণ্টা ২৭ মিনিটে  গড়গড় করে বলেছিলেন পাইয়ের আসন্ন মান, দশমিকের পরে ৭০০০০ টি অঙ্ক পর্যন্ত।

কার্ল সাগানের নভেল Contcatএ তিনি বলেছন বিধাতা নাকি এক গোপন বার্তা লুকিয়ে রেখেছেন এই পাইয়ের(π) ভেতরে।আমেরিকাতে ১৪ই মার্চ তাই পালন করা হয় পাই দিবস।

পোই পোই করে বললুম, পালাস না। সব কেটে পড়ল। আমি অঙ্ক শেখাচ্ছি না।আবার সব কটাকে ধরে নিয়ে গেলুম ছাদে। চল ঘুরি ওড়াই। পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি উড়ছে আকাশে। একাটা ভোঁ কাটা হল, আবার একটা। বললেম , কতগুলো কাটল? ওমা! ব্যাটারা সঞ্জীব চাঠুজ্জে পড়েছে। বলে কিনা, সব পালিয়ে আয়-“মাস্টার শালা অঙ্ক শেখাচ্ছে”।

রোদে পড়া ইটের পাঁজা, চিনে বাদাম ভাজা নিয়ে ডাক দিলুম সব্বাই কে।বললাম, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, গ্র্যাভিটেশন, পেন্ডুলামের মোশন ওসব তো বাহুল্য মাত্র। মদ্দা কথা হল আজকের তারিখটা- ২২ শে জুলাই।মানে ২২/৭ অর্থাৎ পাইয়ের আসন্ন মান। এই দিনটি নাকি Pi Approximation Day

কে যেন চিৎকার করল “ ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ”।এই এক খান কথার জন্য কত ভনিতা।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098