![]() |
Image Courtesy - Krishnendu Mondal ( Nikuchi Korecche - নিকুচি করেছে) |
এইভাবে আরও কয়েকটা লাশ পড়ে যাক বারান্দায়
তারপর তারাও শিখে নিক শয্যাসায়ী দেহ থেকে কিভাবে উপার্জন সমাগম হয়৷
মর্গ থেকে ফিরে আসুক আবহাওয়া রক্তের
তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হোক আরও
এইভাবে মৃতদেহদের পড়ে থাকুক
কি আছে
আজ একটু নিঃশ্বাস আগামীকাল মৃতদেহ হয়ে ঝুলে থাকুক
আর প্ল্যাকার্ড জুড়ে মোমবাতির ত্রিফলা আলোয়
আমরা লিখে যাব ন্যায় চাই
একটু নম্রতার প্লাবনে শরীর ডুবোতে
আজ না হোক কাল -
রক্ত মাখা চাঁদরেই গায়ে চড়িয়ে ঘুমোতে হবে আমাকে আপনাকেও৷
No comments:
Post a Comment