বিভ্রম
হঠাৎ হারিয়ে গেলে মনে পড়ে
পাওয়া কিছু হয়নি কখনও
আলো ভেবে চাঁদ নিয়ে খেলা
এক একটা নতুন মানুষকে
জড়িয়ে ভাবি নেভার আগের
তীব্র জ্বলে ওঠা
চুপ ২
জীবন বিষয়ে যা
যা ভেবেছি
সমস্ত মিলিয়ে
আমার কথা
কথা না বলা
ভাবনা বিষয়ে
বেশি চুপ
শিখে গেছি
সহজে কথা বলা
শেখা হল না
দূরত্ব
শোনো
দুই পংক্তির
মাঝে থাকা সাদাটুকু
ওখানে ঘুমিয়ে
আমি
তোমায়ও দেখেছি
কতবার
আমাদের দেখা
হয়নি
হাত নাড়িয়ে
গেছি
স্থির হয়ে বাড়াইনি হাত
No comments:
Post a Comment