ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


বিভ্রম

হঠাৎ হারিয়ে গেলে মনে পড়ে
পাওয়া কিছু হয়নি কখনও

আলো ভেবে চাঁদ নিয়ে খেলা

এক একটা নতুন মানুষকে
জড়িয়ে ভাবি নেভার আগের
তীব্র জ্বলে ওঠা



চুপ ২

জীবন বিষয়ে যা যা ভেবেছি
সমস্ত মিলিয়ে আমার কথা
কথা না বলা

ভাবনা বিষয়ে বেশি চুপ
শিখে গেছি

সহজে কথা বলা শেখা হল না



দূরত্ব

শোনো

দুই পংক্তির মাঝে থাকা সাদাটুকু
ওখানে ঘুমিয়ে আমি
তোমায়ও দেখেছি কতবার

আমাদের দেখা হয়নি
হাত নাড়িয়ে গেছি

স্থির হয়ে বাড়াইনি হাত


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098