ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098
ভালোবাসার শহর তোমারই নাম
এই শহরের বুকে ঘটে যায় কত অচেনা অজানা গল্প, যার কিছুটা হয়তো আঁচ পাই আমরা, কিছুটা রয়ে যায় অধরাই।

তেমনি একটি ঢেউয়ের নাম Studio 15. যারা গত পাঁচ বছর ধরে কলকাতা সহ সমগ্র বাংলার ( পড়ুন ভারতের) প্রমোশন চালিয়ে গেছে Independent Art, সিনেমা, মিউজিক ভিডিওর। তাদের ফেসবুক গ্রূপে ১৫ হাজারেরও বেশি মেম্বারদের কাছে অনবরত পৌঁছে গেছে স্বাধীন শিল্পীদের কাজ। উদযাপন করেছে শিল্পীর আনন্দ, সাক্ষী থেকেছে স্বাধীনের উত্তরণে। প্রতিদিন তাদের ফেসবুক পেজে, গ্রূপে, স্টেজে তুলে ধরেছে নাম না জানা অজস্র শিল্পীকে।
আগামী ২৬শে আগস্ট, পাঁচ বছরে পা দেবে Studio 15. University Institute Hall এ উদযাপিত হতে চলেছে তাদের অনুষ্ঠান- 'ভালোবাসার শহর তোমারই নাম'। থাকছে তমাল কান্তি হালদার, অর্ঘ ব্যানার্জি সহ বিভিন্ন শিল্পীরা যারা নিজেদের গানে নাচে ভরিয়ে তুলবে ভালোবাসার শহর কলকাতার একটি কোনা। আড্ডায় জমে উঠবে ফুডকা(Foodka)-র সাথে, থাকবে প্রিয়ম ঘোষের Standup Comedy.

Full Lineup

২৬শে আগস্টের রবিবারে তাহলে আর কোনো কাজ নয়, চলুন সবাই মিলে উদযাপন করি Studio 15 এর হাটি-হাটি পায়ে পাঁচ বছরের জন্মদিন। 
কারণ, ভালোবাসার শহর, তোমার আমার নামেই হয়, তোমার আমার নামেই হয়।


যোগাযোগ করুন Studio 15 এর সাথে- 
+91 84204 79960(Subhadeep Chakraborty)

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098