- সপ্তর্ষি বনিক
আকাশের কোলে যে কালো
মেঘটা,
তার ওপারেই মেঘ রোদ্দুরের বাড়ি।
ওই যে দূরের ওই তেপান্তরের মাঠ,
তার পরেই নীল সমুদ্র,কত না দেখা স্বপ্ন।
দূরের ওই কাঁটাতারের জাল,
কত লোকের ঘর ভেঙে যাবার শব্দ,
এপার বাংলা,ওপার বাংলার কাহিনী।
কবিস্বপ্নে হঠাৎ জেগে উঠি,
উঠেই ঘুমিয়ে পরি, ঘুমিয়েই তো আছি....
No comments:
Post a Comment