ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

- ঋদ্ধিমান   


মনের দেশে দূত এসেছে, যুদ্ধ হবে বুঝি।

মারবে কাকে, নেবেই টা কি

কিছুই তো নেই বাকি।

দেওয়ার মতন যেটুক ছিল

সেই যেবছর বন্যা হল
বানের জলেই পালিয়ে গেছে,
পোটলা বেঁধে,ভাঁড়ার ঘরে।
কেবল যেন মনে হত, শব্দ হত
মন খারাপের।
কি যে নাম সেই হাসিটার, দরজা ভেঙ্গে
সেই পালালো।
এদিক সেদিক খুব খুঁজেছি,
রাত পোষাকে, স্নানের ঘরেও।
এখন কি তোর ঘুম ভেঙেছে,
দেওয়াল ঘড়ির পিছল সুরে।
যুদ্ধ যদি করবি বলিস
করব তবে, হারব বলে।
ইচ্ছা হলে সন্ধি করিস,
লাভ কি হবে দিগ্বিজয়ে।
হিংসা হলে, নিংড়ে ফেলিস
দুঃখ ভরা দিঘির জলে।
সেই জলেতেই চোখ ধুয়েছি, নৌকা হয়ে পাল তুলেছি
এক চুমুকেই শেষ করে ফেল
ঝগড়াঝাটির বাহানা সব।
আশকারা দিক মন্দ কপাল,
ইস্তেহারে ফাঁস করে দে, যুদ্ধ করার ছলচাতুরী।
নেহাত যদি যুদ্ধই হয়
গো হারান তো হেরেই যাবো।
তার পড়ে আর কেমন করে এক ঠোঁটেতে
ভিজতে যাবো।
যুদ্ধ ছাড়াও জিততে পারিস
বন্দি করেও রাখতে পারিস।
কেই বা তকে দিব‍্যি দিলো,
একলা খাটে একটু ভাবিস।
পরোয়ানা আমিই দেব,
সাহস থাকে, তবে যুদ্ধ করিস।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098