কারো মাথা কাটিনি।
কারো কাছে মাথা বন্ধকও রাখিনি।
যদি কেউ মাথায় তুলে ফেলেছেন বলে
আফসোস করেন,
তবে সেটা তার মাথা ব্যথা।
তবে নত মাথায় বিনয়ী থাকা মানেই
মাথা বিক্রী করা নয়।
মাতব্বর মাথায় হাত বুলাতে চাইলে
প্রয়োজনে মাথা উঁচু করে
নিজেই যে নিজের মাথা
তা ঘোষনা করতে পারি নির্ভয়ে।
মাথা মোটা ভেবে
সূক্ষ্ম মাথার মাথারা
এই কবিতা দেখে মুচকি হাসতে পারেন,
কিংবা ভীষণ রেগে যেতে পারেন,
তাতে আমার মাথা লজ্জায়
কিংবা ভয়ে হেঁট হবার নয়
কারন আমার মাথা আমারই।
আপনি নিজের মাথায় তেল দিন,
হাত বোলান,
যা খুশি তাই করুন।
কিন্তু দয়া করে আমাকে মাথায় তুলতে
কিংবা মাথায় হাত বোলাতে আসবেন না।
No comments:
Post a Comment