সন্ধ্যেয় চলো কোথাও
পুরনো জাহাজ ঘাটের দিকে
তোমার টেবিলে পাহাড়প্রামান ফাইল এখন
হাল ছেড়ে দিয়ে বসে আছো তাই।
সরকারে বদল এসে এখন কর্মসংস্কৃতি পাল্টে গ্যাছে
নতুন চোখে দেখতে শিখছে সবাই
নতুন চোখ গুলো এখন প্রত্যেক জংশনে
360 ডিগ্রী ঘুরে ঘুরে দেখে যাচ্ছে
আমরা আর চুমু খেতে পারিনা ,বীথি।
বা তার আগের প্রিলুড ,কিছুক্ষন ধরে
যা আমি করে থাকতাম আগের শহরে,
তোমার সাথে।
পুরনো জাহাজ ঘাটের দিকটা ভালো ।
সাধারণ ভালো বর্ণনাহীন সাদামাটা নির্জন
আতিশয্যহীন অনাড়ম্বর , কিছুটা আকাশের ভাব
আছে।
আকাশ মানে এখানে বিশালতা বা এই জাতীয় কিছু বোঝাচ্ছে না,
কি বোঝাচ্ছে আমি জানিনা ।
এসো।
আমার এখন চুমু খেতে ভয় লাগে
চোখ গুলো, আমার গায়ে সেঁটে গ্যাছে
জীবনের মত
জন্মদাগের মত
বরং একটু আঙুল ছুঁয়ে দি
এসো
বীথি
No comments:
Post a Comment