![]() |
Image Source - DUST |
- সৌরভ মল্লিক
সবারই একটা বিধস্ত হবার গল্প থাকে
কেউ সেটা ব্যবহার করে
সহানুভূতি পেতে,
কেউ আবার নিজেকে শক্ত
করতে...
যারা চলে যায়,
তারা হয়তো ভালোই করে
একলা চলতে শিখিয়ে দেয়
অসাধারন স্মৃতিশক্তি থাকা হয়তো ভালো,
কিন্তু তার থেকেও ভালো
কিছু জিনিস ভুলে থাকার ক্ষমতা
তাতে অনেক বেশি সুখে থাকা
যায়...
প্রতিনিয়ত মনের সাথে যুদ্ধ করার থেকে
একেবারে মন শান্ত করা হয়তো
অনেক কঠিন...
কিন্তু মানুষ যে অভ্যস্ত
তার অভ্যাসে
নিজের বে-খেয়ালেই হয়তো
ভালোবাসে
ভুলতেও পারে অবলীলায়, নিঃসংকোচে
ঝেড়ে ফেলতে পারে প্রাক্তন
সুখস্মৃতি...
যে স্বপ্ন এককালে একসাথে দেখা হয়েছিল
আজ সেগুলো দুমড়ে মুচড়ে
কোথাও অবশিষ্ট
যে মানুষটা বাঁচতে
শিখিয়েছিল
আজ নিজেই হয়তো লক্ষভ্রষ্ট
কিছু জিনিস আজও আছে বেঁচে
প্রতিনিয়ত হয়তো আনাগোনা
নেই মনে
কিছু মুহূর্ত হয়তো দামি
থেকে যাবে আজীবন
পরে থাকবে নিঃস্ব হয়ে কোনো
কোণে...
সব কিছু কি সত্যি ভোলা যায়??? ভোলা যাবে কি আদৌ তাকে???
বললাম না,সবারই একটা বিধস্ত হবার গল্প থাকে..
No comments:
Post a Comment