লিখতে লিখতে
সময় হলো, এক হাতে এক নতুন রাশি, ইচ্ছাপূরণ, সম্পত্তি...
আর এক হাতে
বীর তলোয়ার, কালো পট্টি, একটা ধারে এক রত্তি...
আঁধারবেলায়,
জলসা-খেলায়,
সঙ্গে
তুরুপ-তাসের হেলায়,
একাকিত্ব,
চিত্ত ভেজা,
শরৎ আবার তুলো
পেঁজা!!
বৃষ্টি
থাক.....
যদি বলি,
"ও কাছের..... ও..... এক্কেবারে, নিজের মতো!!"...
বুকের খাঁজে
জ্বলন্ত রাগ.... "গর্জে ওঠো..... গর্জে ওঠো!!"
দুঃখ পাবে??
সৎ বলি কি,
"..... এক্কেবারে... নিজের মতো"
তপস্বীনি....
দুঃখ পেলে??
শেষবারটা
আরেকটিবার, "....... গর্জে ওঠো!!"
No comments:
Post a Comment