ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


 প্রতিধ্বনি 

অবসরে পাতা অতীতের ফাঁদ
দুচোখে টাঙানো মিথ্যের শামিয়ানা,
অনুভূতিহীন বোবাটানেল জানে
শিরায়-শিরায় তীব্র মারিজুয়ানা!

লাশঘরে পড়ে শিশুর শরীর 
যন্ত্রণা খোঁজে ভীষণরকম আড়াল,
নিভন্ত প্রদীপে তেল ঢেলে দিয়ে
কড়িকাঠে ভাসে আভী খুদকো সামহাল!

শহরের বুকে থ্যাতলানো মুখ
রক্তের শোকে টি আর পি কাঁদে,
মাল্টিপ্লেক্স আর শপিং মল এ
'ইয়ে আজাদি ঝুটা হ্যায়' জাগে!

বেলা শেষে আসে নিষিদ্ধ সুখ
দেখে নিই কার কতটা জুটল ভাগে,
মধ্যরাত্রির সিগারেট জানে
ছাই হতে ঠিক কতটা সময় লাগে!

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098