'হাতখরচ ১'
তোমায় দেখে ভুলে গেছি
গতজন্মের পাপ
প্রেম ও পবিত্র তেমন
কাছের কেউ নয়
ওসব কামগন্ধহীন মোহ
কেটেছে অনেক দুপুর পার
মাসের শুরুতে আসা
মেহনতের টাকার মতো
তুমি আসো
আমি পনেরো তারিখের ভেতর
উড়িয়ে দেই
খাঁচা পছন্দ নয় তাই
পাখি পুষি না
শেষ পনেরো দিন বুক পকেট
থেকে
প্রজাপতি উড়ে যেতে
দেখেছি
যা বলছিলাম তোমায় দেখে
মাঝে মাঝে পাখি হয়ে
যেতে মন চায়
টাকা নাও খাঁচা কেনো
No comments:
Post a Comment