সহজ-মগজ
কেমন হবে যদি মানুষের মগজ,
হঠাৎ একদিন হয়ে যায় সহজ?
ঘোরালো প্যাঁচালো সব কথাগুলো যত,
হঠাৎ সেদিন হয়ে যাবে থতমত।
সরল যা কিছু সব হয়ে ছিল ম্লান,
সেদিন করবে ছল-চাতুরি ভাসান।
কথারা আবার সব হবে সাবলীল,
জলাঞ্জলি দিয়ে মনের যত খিল,
হয়তো হবেনা কোন মনের সে মিল,
তবুও সবাই দেখো হাসবে খিলখিল।
ভাবছ এ কেমনধারা পাগলের প্রলাপ?
বাস্তবের এতে নেই কোন ছাপ।
বেশ তবে তাই দিয়ে হোক সঞ্চার,
মলিনতার মাঝে কিছু মিষ্টি সম্ভার।
No comments:
Post a Comment