আচ্ছা, তুমি কি
প্রচন্ড বৃষ্টি পছন্দ করো...?
উত্তপ্ত শহর মুখিয়ে থাকে যে বৃষ্টির আশায়.....
যে বৃষ্টি আসে শহরের বুকে স্নিগ্ধতা ছড়িয়ে দিতে,
যে বৃষ্টি রুদ্ধ ঘরে বসে থাকা কিশোরীর দুঃখ চোখের জলে, বৃষ্টির জলে একাকার করে দেয়!
তুমি কি এরম বৃষ্টি পছন্দ করো.........!
যে বৃষ্টি ফুটপাতের স্থায়ী বাসিন্দা অনাথ শিশুকে কিছুটা সময়ের জন্য ভুলিয়ে
দেয়-
বাবা কে?
মা কে? খাবো কোথায়? যাবো
কোথায়......
এসব প্রশ্নের ঝক্কি ঝামেলা.....!
অথবা আজন্ম প্রেম ছিন্ন করা প্রেমিকটি....!
যে, বৃষ্টিতে
তার শরীরে বয়ে যাওয়া সকল গ্রাসকারী আবেগকে ধুয়ে-মুছে হয়ে উঠে নব বিদ্রোহী......!
হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ নাকি পছন্দ করো প্রচন্ড বিদ্রোহ...!
যে বিদ্রোহ আবার নতুন করে বাঁচতে শেখায়...!
No comments:
Post a Comment