এক আকাশ ধূসর মন খারাপের বদলে কমলা বিকেল দেখতে পাচ্ছি সুজান | বন্ধ ঘরে
ফ্র্যাঙ্ক সিনাট্রা ছাড়া কেউ নেই আমার সাথে, কমলা সূর্য রঙিন কাঁচ বেয়ে সিলিং চুঁয়ে গড়িয়ে পড়ছে
আমার শরীরে | আর প্রবলভাবে মনে পড়ছে তোমায় | গির্জার
দরজায় তোমার নতজানু মুখে প্রার্থনারত মূর্তি, রঙিন কাঁচে ঝলসে উঠছে.. বন্দরে জাহাজ
এখনো পৌঁছোয়নি, তোমার একাকিত্বে মোড়া শীতল সমুদ্র
শুকিয়ে আজ মস্ত বড় গ্লেসিয়ারে পরিণত হয়েছে | ডার্ক পিয়ানোর প্রতিটা নোটে তাই
ভাঙনের শব্দ |
তুমি এ শহরে নেমে এসো সুজান | সূর্য অস্ত
যাওয়ার আগে কমলা বিকেল মিশিয়ে দিয়ে
যাও আমার রক্তে | অন্ধকারকে ভালোবাসলেই অন্য পৃথিবী টানে যে আমায়, ভয় করছে সুজান.. আমি মিউস আর বাস্তবের মধ্যে তফাৎ বুঝতে
পারছিনা ক্রমশ | আমার গা গুলিয়ে আসছে ওদের দেখে | রক্ত, লাশ, যুদ্ধ, হিংসা আমায়
স্বাভাবিক মানুষ বানিয়ে তুলছে ক্রমশ.. বেসিনে বারবার উগড়ে দিয়ে আসছি বহুরঙা
গ্লিটারস.. লাঙসে সাদা ধোঁয়ায় মিশে যাচ্ছে মারণ রোগের বীজ |
আমি সবটুকু শক্তি দিয়ে দরজাগুলো বন্ধ করে রেখেছি |
তুমি এসো সুজান, ওরা আমায় খুঁজে
পাওয়ার আগেই উধাও হও আমায় নিয়ে | অ্যানথ্রোপো ফোবিয়া গ্রাস করার আগেই আমায় মানুষকে
বিশ্বাস করতে শেখাও, আবার | দেখো, কমলা আকাশে অগ্নি বৃষ্টি হচ্ছে | সেই বৃষ্টির জলে ভেসে
আসছে কয়েক কুঁচি লাল গোলাপের পাপড়ি.. টেলিফোনের তারে বসা অন্ধ পাখিটাও তোমার
প্রত্যাবর্তনের অপেক্ষা করছে | আমার প্রেমিক পুরুষেরা তোমায় হিংসা করে সুজান, ওরা জানেনা অনুপ্রেরণার লিঙ্গ থাকতে নেই | একটি মেয়ের সাথে অন্য মেয়ে নারির টানে আবদ্ধ,
আমাদের শরীর ও একে অপরের সাথে কথা বলে
নিজেদের ভাষায় | আমাদের একসাথে মাসিক হয়, মুড সুয়িং ও |
তুমি সোনালী সিঁড়ি বেয়ে আমার জানলায় নেমে আসার
সময়, অদূর অতীত থেকে একটুকরো যন্ত্রনা নিয়ে এসো |
তা দিয়ে শব্দ সহযোগে ছবি আঁকবো আমরা | সারা রাত পিয়ানোর সুরে হ্যালেলিউইয়া গাইবো | সুজান, এই সময় হল | গির্জায় ঘন্টা পড়ল | আমার
রঙিন কাঁচে এখনো আলোর রেশ লেগে আছে.. গির্জাধ্বনী উপত্যকায় কোণে প্রতিধ্বনী হয়ে
হারিয়ে যাওয়ার আগেই তুমি নেমে এসো..
No comments:
Post a Comment