ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

শারদীয় - অমিত মণ্ডল 

জীবনানন্দ লিখেছিলেন, 'আমি সব দেবতারে ছেড়ে/ আমার প্রাণের কাছে চ'লে আসি'। আমাদের প্রাণই, আমাদের অন্তরতম আমরাই আমাদের আশ্রয়। সেখানে দাঁড়িয়ে আমার ছেলেবেলা থেকে দেখে আসা মাটির প্রতিমাদের যেভাবে মানুষের মতো ফুটে উঠতে দেখেছি সেভাবে এই শরতে এই আঁকাগুলো মানবলতাকে ধরে মূর্ত হয়ে উঠল। অন্তরতম অরণ্য সমৃদ্ধ হল। এটাই আমার কাছে প্রাণের উৎসব।









_______________________________________________________________________
মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ, ধারাবাহিক, বই-এর সমলোচনা, ডিজিটাল আর্ট, অয়েল পেইন্টিং, স্কেচ, গ্রাফিক নোবেল, ডুডুল, কার্টুন, ভিসুয়াল আর্ট, ইলাস্ট্রেসান, ক্যালিগ্রাফি, ফটো ইলাস্ট্রেশন / ম্যানিপুলেসান, খেলা-ধুলো নিয়ে লেখালিখি, ধারাভাষ্য, উড়োচিঠি - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098