আনন্দ বসন্ত সমাগমে - অনুপম বিশ্বাস
'পৃথিবীর গভীর, গভীরতর অসুখ', তবুও এই চির চঞ্চল জীবনে মানুষ কীসের যেন টানে ছুটে যায় আরেক মানুষের কাছে। আর এই ছুটে যাওয়া নির্লিপ্ত সে মানুষের মুখের যে পরিবর্তন আনে তা ধরে রাখতে গিয়েই এ ছবিগুলো আঁকা।
_______________________________________________________________________
মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ, ধারাবাহিক, বই-এর সমলোচনা, ডিজিটাল আর্ট, অয়েল পেইন্টিং, স্কেচ, গ্রাফিক নোবেল, ডুডুল, কার্টুন, ভিসুয়াল আর্ট, ইলাস্ট্রেসান, ক্যালিগ্রাফি, ফটো ইলাস্ট্রেশন / ম্যানিপুলেসান, খেলা-ধুলো নিয়ে লেখালিখি, ধারাভাষ্য - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।
No comments:
Post a Comment