Digital Painting - Rajsekhar Singha
আর পাঁচটা বাঙালির মত আমার মা'ও যত্ন করে আমার হাতে রং-তুলি ধরান বেশ কচি বয়সে। তারপর আসতে আসতে অভ্যেস এবং তার থেকে প্রেম। ছোট থেকেই আঁকতে, লিখতে ভালোবাসি। তার সাথেই চলতে থাকে গান বাজনা ও লেখা পড়া। স্কুলের ম্যাগাজিনের হাত ধরে কাজ শুরু করা। তারপরও জড়িয়েছি অসংখ্য ম্যাগাজিন, বার্ষিক পত্রিকায়। পেশা তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও নেশা চিরকালিই শিল্প। ডিজিটাল পেইন্টিং,জল আর তেল রং ,পেন, তুলি, মার্কার, গিটার, ও ডাইরি নিয়ে ছোট্ট সংসার। প্রচ্ছদ অঙ্কন, ক্যালিগ্রাফির সাথে আছে ডিজিটাল সাহিত্য পত্রিকা "ইতি ইত্যাদি"।


_______________________________________________________________________
মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ, ধারাবাহিক, বই-এর সমলোচনা, ডিজিটাল আর্ট, অয়েল পেইন্টিং, স্কেচ, গ্রাফিক নোবেল, ডুডুল, কার্টুন, ভিসুয়াল আর্ট, ইলাস্ট্রেসান, ক্যালিগ্রাফি, ফটো ইলাস্ট্রেশন / ম্যানিপুলেসান, খেলা-ধুলো নিয়ে লেখালিখি, ধারাভাষ্য - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।
No comments:
Post a Comment