Painting by Arpita Mal
আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী তাই পড়ার চাপের মাঝখানে আঁকা আমার কাছে অক্সিজেনের মতো। ডিজিটাল পেন্টিং এ হাতে খড়ি বেশি দিনের নয়, মোবাইলে নিজে নিজেই চেষ্টা করি আঁকার। কার্টুন আঁকতে বেশ লাগে।
শখে আঁকি, ভালো থাকার জন্য আঁকি।
______________________________________________
মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ, ধারাবাহিক, বই-এর সমলোচনা, ডিজিটাল আর্ট, অয়েল পেইন্টিং, স্কেচ, গ্রাফিক নোবেল, ডুডুল, কার্টুন, ভিসুয়াল আর্ট, ইলাস্ট্রেসান, ক্যালিগ্রাফি, ফটো ইলাস্ট্রেশন / ম্যানিপুলেসান, খেলা-ধুলো নিয়ে লেখালিখি, ধারাভাষ্য - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।
No comments:
Post a Comment