ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

।।সদ্য শেষ করা এক থ্রিলার উপন্যাস বিষয়ে কিছু কথা।।

"রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি"
লেখক- মহম্মদ নাজিম উদ্দিন





"গন্ধটা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলো তাকে।" 
বিস্ময়! হতবাক! রোমাঞ্চকর! গাঁ-ছমছমে! সব মিলিয়ে হাড়হিম করা একটা উপন্যাস শেষ করলাম। গল্পের শুরু ঢাকার উপকণ্ঠে সুন্দরপুর নামের এক মফঃস্বলকে কেন্দ্র করে। প্রকৃতির অপরূপ শোভা এই ছোট্ট শহরটিকে প্রাণ দিয়েছে যেন। বিস্তীর্ণ খেতের মাঝে গুচ্ছ গুচ্ছ কৃষকের বসতবাড়ি। মেঠো পথের দুধারে আবাদি জমি। চারদিকে তাকালে সবুজ প্রান্তরে আকাশ মিশে যাবার সেই গ্রামবাংলার চিরায়ত দৃশ্য চোখে পড়ে। তারই মধ্যিখানে এক রেস্টুরেন্ট। "রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি" যাকে ঘিরে গল্পের রহস্য আবর্তিত হয়েছে। এর মূলে রয়েছে সেই রেস্টুরেন্টের সুস্বাদু খাবার.. যার গুণমুগ্ধতায় সারা বাংলা থেকে বারেবারে ছুটে আসে খাদ্যরসিক মানুষজন এবং সেই রেস্টুরেন্টের মালিক মুশকান জুবেরী স্বয়ং! গল্প শুরুর প্রাথমিক পর্যায় থেকেই আপামর পাঠককূল এক রহস্যের অন্দরমহলে জড়িয়ে যাবেন.. এমনই গল্পের বুননক্ষমতা.. রহস্যময়তা.. যা লেখকের শক্তিশালী লেখায় আগেও বারবার প্রমাণিত হয়েছে তার 'করাচি' 'নেমেসিস' উপন্যাসগুলোয়। 
              এরই মাঝে  হঠাৎ একদিন সুন্দরপুরে আগমন নূরে ছফা নামক এক গুরুত্বপূর্ণ চরিত্রের। যিনি কিনা নিজেকে পেশায় সাংবাদিক বলে পরিচয় দ্যান। তাকেও আগ্রহী করে তোলে মুশকান জুবেরির এই রেস্টুরেন্ট এবং মুশকান জুবেরির ব্যক্তিত্ব। কৌতূহলবশত আতর আলি নামক স্থানীয় এক দালালরূপী ইনফর্মারকে নিয়ে শুরু করেন খোঁজখবর। তার তদন্তে উঠে আসে মুশকান জুবেরির ভয়ঙ্কর এক অতীত। যেই অতীত আষ্টেপৃষ্ঠে বর্তমানকে জড়িয়ে নিয়ে চলেছে। কী সেই অতীত? রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের সিক্রেট রেসিপিটাই বা কী.. যার জন্য রেস্টুরেন্টের মালিকের এত্তো গোপনীয়তা রক্ষা! গোরখোদক ফালুর সঙ্গেই বা কী তার সম্পর্ক? যেই ফালু কীনা গ্রামে কারোর মৃত্যুর আগে খবর পেয়ে যায় আদৌ কেউ মরতে চলেছে কীনা.. যার ফলস্বরূপ আগাম কবর খুঁড়ে রাখে সে! নূরে ছফাই বা আসলে কে... এরকমই বহু প্রশ্ন.. বহু রহস্যর জট এবং তার সমাধান করতে গিয়ে উঠে আসে  বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী  একের পর এক নিখোঁজ হয়ে যাওয়ার মতোন বীভৎস ঘটনা যা বর্তমানে  মুশকান জুবেরির এই রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।সব মিলিয়ে এক অনবদ্য সাসপেন্স থ্রিলার উপন্যাস বাংলাদেশের খ্যাতনামা মৌলিক থ্রিলার লেখক মহম্মদ নাজিম উদ্দিনের "রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি" 
                 লেখক কখনোই গল্পের সার্বিক বিষয়বস্তুকে অযথা দীর্ঘায়িত করে তোলেননি। যা নিঃসন্দেহে তারিফযোগ্য। প্রতিটা রহস্যের জট ছাড়াতে তার সুনিপুন বুদ্ধিদীপ্ত বিশ্লেষণধর্মী আলোচনা গল্পটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তাই পড়ে দেখতেই পারেন একবার। বেশ অনেকদিন বাদে এরকম এক বাংলা থ্রিলার পড়লাম। যা অনেকদিন মনে থেকে যাবে। 
"রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি"
লেখক-মহম্মদ নাজিম উদ্দিন
প্রাপ্তিস্থান-অভিযান পাবলিশার্স।
মূল্য-২৭০/-


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098