ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098





নন্দিতা-শিবপ্রসাদ'এর ছবি। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা এবং তা পূরণের অপেক্ষা। হামি কতটা যথাযথ সেটা নতুন করে কিই'বা বলবো। তবে ছবি যেহেতু ছবি দেখার মতো দেখি না তাই কিছু খারাপ ভালো চোখে পড়েই যায় আর কি।

ভূটু ভাইজানকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই বয়সেই দারুণ timing। আর cuteness এর ব্যাপারটা তো ছেড়েই দিলাম। তবে আমার কিন্তু বারবার চোখ পড়ছিলো অজাতশত্রু চরিত্রের বাচ্চা ছেলেটির দিকে। দুরন্ত। ঠিকঠাক নজরে পড়লে এ ছেলে অনেক দূর পর্যন্ত যেতে পারে।
কাউন্সিলর এবং কাউন্সিলর পত্নীর ভূমিকায় just খাপে খাপ খরাজ- কনীণিকা। যারা মেগা সিরিয়ালে পরমেশ্বরীর দুঃখে কাতর। Challenge করে বলতে পারি নতুন করে চিনবেন কনীণিকাকে।
নীল-চূর্নী খারাপ ভালোর মাঝামাঝি। তবে এক্ষেত্রে যেটা বলার আমি বরাবরই চূর্ণীর অভিনয়ের ভক্ত। তবে কোথাও গিয়ে চূর্ণীর সেই একই mannerism বড্ড monotonous লাগে।
তনুশ্রী শঙ্কর Principle এর ভূমিকায় বেশ মানানসই। তবে কিছু জায়গায় তাঁর অভিনয়টা বড্ড অভিনয় অভিনয় বলেই মনে হচ্ছিলো। কিছু জায়গায় আবার দারুণ (specially parents teacher meeting এর দৃশ্যগুলিতে সাবলীল)
চোখ সরানো যাবে না অপরাজিতা আঢ্যর দিক থেকে। যতো দিন যাচ্ছে তাঁর অভিনয় ক্ষুরধার হয়ে উঠছে।পুরো ছবিটা জুড়ে তিনিই নুনের মতো মিশে রইলেন।
দেবলীনা যেটুকু ছিলেন তাতেই নিজের জাত চিনিয়েছেন। মেগা ধারাবাহিকের ন্যাকা/ভ্যাম্প ছাড়াও তিনি যে অভিনেত্রীই সেটা আবার মনে করিয়ে দিলেন।



গার্গী-শিবপ্রসাদ ভালোর মতোই দুর্দান্ত।
চাচাজান বড্ড মানিয়েছে। 
এবার আসি কিছু কিছু দৃশ্যে।
1) যেমন এতো বড় school এর একটাই Bus না দেখিয়ে আরেকটু বেশী দেখানো যেতো।
2) তাছাড়াও যে সমস্ত student রা School Bus এ যাতায়াত করে না তাদের কোনোভাবেই একজন সাধারণ খালাসিকে চেনা সম্ভব নয় তা সত্বেও চাচাজানকে সব বাচ্চারাই কি করে চিনলো।?এমনকি তাঁর দুঃখে কেঁদেও ফেললো।!
3) একটি ক্লাসের একজন ক্লাসটিচার হন। তাইবলে সেক্ষেত্রে একমাত্র তিনিই কিন্তু সব ক্লাস নেন না। অন্য টিচার অন্যান্য বিষয়ের ক্লাস নিচ্ছেন সেটা দেখানো যেতো।(যদি এই ক্লাস টিচারের ভূমিকায় যিনি ছিলেন তাঁর অভিনয় বেশ লেগেছে)

4) কাউন্সিলরের চ্যালার ভূমিকায় যিনি ছিলেন, উঠতি মাস্তান হিসেবে তাঁকে দেখে মনে হচ্ছিলো শরীরে গ্লুকোজের অভাব ঘটেছে। এতো ন্যাতানো মাস্তান এই প্রথম দেখলাম।! 

5) চূর্নীর মায়ের ভূমিকায় যিনি ছিলেন তিনি একটি দৃশ্যে ফোনে কথা বলার আগেই যে expression দিলেন তাতে মনে হলো তিনি আগে থেকেই জানতেন ফোনে খুশীর খবর এসেছে।!
তবে বেশ কিছু দৃশ্য আবার সূক্ষ্মভাবে দারুণ ভালো। যেমন,
1) ইংলিশ মিডিয়াম স্কুলে আজকাল ক্লাসে বাচ্চাদের নামের alphabetically roll call হয়। এখানে সেটা দেখানো হয়েছে 
2) একটি সিঁদুর পড়ানোর দৃশ্যে দারুণ ভাবে কাঁচি চলেছে। এমনকি cctv ফুটেজ দেখার সময়েও সেটা ধরে রাখা হয়েছে। বাচ্চাদের নিজেদের মধ্যে সিঁদুর পড়ানোটা details এ দেখলেই দৃশ্যটা জোলো হয়ে যেতে পারতো।
3) শেষ parents teachers meeting এ দেবলীনার সংলাপ ছাড়াও আঙুলের movement এর angle ক্যামেরায় যেভাবে ধরা হয়েছে তা বড্ড ভালো।
4) একজন সাধারণ অভিভাবিকার ভূমিকায় যিনি কিছু dialogue বললেন। সেই আনকোরা নতুন মুখটি কিন্তু মনে রাখার মতো expression দিয়েছেন।!
পরিশেষে বলি, আমার সাথের বান্ধবীটি বললো, লাল্টু বিশ্বাসের থেকে লাল্টু দত্তটাই বেশী শ্রুতিমধুর ছিলো।!
তবুও শেষ পর্যন্ত বলবো, এইসব টুকটাক কথায় কান না দিয়ে বরং পরিবারকে নিয়ে হামি দেখে আসুন এবং বাড়ি ফিরে এসে চকাস চকাস করে খেয়ে ফেলুন সরল মনে 'তিনটে চারটে সাতটা আটটা হামি'।।।

________________________________________________________________________

মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, বই-এর সমলোচনা, ফটোগ্রাফি, বিশ্লেষণ ও সিনেমা, ডিজিটাল আর্ট, খেলা-ধুলো - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।_______________________________________________________
BlogTog is a new forum for creativity. We are trying to set a benchmark for all the independent talents so that they can freely flaunt their skills without any pressure. We will be glad if you lend your hand to support us in seeing into the future. Click on this Link - http://p-y.tm/P8c2Coihd




No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098