Pallavi Nandan এর ভিসুয়াল আর্ট
![]() |
পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু জিনিস আমায় টানে ... আমায় ভাবায়। এই গ্রহটা
খালি প্রাণ ভরে দিতেই জানে ... এইরকম কিছু দেওয়া জিনিস ধার করেই আমি আঁকি, লিখি,
ভাবি ... সত্যজিৎ রায় অনুপ্রেরণা দেন। কাছের মানুষ রবি ঠাকুর। ফিল্ম এডিট করব ভেবে
এগিয়েও গ্র্যাফিক্স ডিজাইনিং শিখতে শুরু করি ... পছন্দের বিষয় - বই, সিনেমা,
ঘুরে বেড়ানো, প্রেম ... থাকি কলকাতার টালিগঞ্জে ... আর? উম, সম্প্রতি একটা নতুন
প্ল্যানিং-এ কাজ শুরু করার কথা ভেবেছি ... সব বলব, সামনে তো অনেকটা সময়
_______________________________________________________________________________
No comments:
Post a Comment