নিঃশব্দ - জয়ন্তী কর্মকার
চুপচাপ দুটো ডাক
গিঁটে বাঁধা সর্ম্পকে
একটুখানি ফাঁক।
দুটো হাঁস
জীবনের গতিতে
খালি হাসফাস।
দুটো ঝিল
অনাবিল
রজঃসলার
কাপড়ে কিলবিল।
দুটো কাটা হাত
কাঁচা রক্তের সপাট
মাঝরাতের বাজিমাত।
দুটো স্তন
পাকা হাতের
লোপাট
সব খেল ওই উর্ধ্বতন।
দুটো জাত
হল কুপোকাত
আজও মানবজাতি
চুপচাপ নির্ঘাত॥
No comments:
Post a Comment