টিম রিভিউ : প্রাক্তন বিশ্বজয়ী ফ্রান্স অন্য
প্রতিবারের মত এবারের বিশ্বকাপেও অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগী।
একঝলকে দেখে নেওয়া যাক ফরাসী জাতীয় ফুটবল দলের খুটিনাটি
কোচ: ফরাসী জাতীয়
দলের হয়ে খেলে বিশ্বকাপ ও ইউরোকাপ জেতা অভিজ্ঞ দিদিয়ের দেসচ্যাম্পস এবারের ফরাসী
জাতীয় দলের মূল প্রশিক্ষক।
গোলরক্ষক : অভিজ্ঞ
গোলরক্ষক হুগো লরিসকে খুব সম্ভবত এবারেও তেকাঠির নিচেই দেখা যাবে প্রথম পছন্দ
হিসেবে। যদিও অতিরিক্ত হিসেবে আলফান্সো আরেওলা,স্টিভ মান্দান্দা কে বেছে নেওয়া হবে সম্ভবত।
বাদ-এবার ক্লাব ফুটবলে ভালো খেলা সত্ত্বেও বেনোয়িট
কস্টিল রাশিয়াগামী দলে থাকছেন না সম্ভবত।
ডিফেন্স : ফ্রান্সের
ডিফেন্সে এবারে নতুন মুখ বেশকিছু,যেমন প্রেস্নেল কিম্পেম্বে,জিব্রিল
সিদিবে,বেঞ্জামিন মেন্ডি,বেঞ্জামিন পাভার্ড ইত্যাদি। এছাড়া, রিয়াল মাদ্রিদের হয়ে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা রাফায়েল ভারান,বার্সেলোনার হয়ে খেলা স্যামুয়েল উমতিতি
এবারের ফরাসী দলের ডিফেন্সের মূল স্তম্ভ।
বাদ-এসবের মধ্যেও কাঁটা হল অভিজ্ঞ লরেন্ট কোসেলনির
চোট।তাছাড়াও অ্যামেরিক লাপোর্তে,লেভিন কুরজাওয়া,কার্ট জুমা,লুকাস ডিগনে সম্ভবত
চুড়ান্ত দলে থাকছেন না।
মাঝমাঠ : মাঝমাঠেও
প্রতিভাবান খেলোয়াড়দের ছড়াছড়ি রীতিমত। যদিও খুব সম্ভবত পল পোগবা,কোরেন্টিন
টোলিসো,এনগোলো কান্তে, স্টিভেন এনজোঞ্জিকে বেছে নেওয়া হবে ডিফেন্সিভ মিডফিল্ড ও
সেন্ট্রাল মিডফিল্ড এর জন্য।
আক্রমণভাগে সহায়তা দেওয়ার জন্য থমাস লেমার,ওসমান
ডেম্বেলে,নাবিল ফেকির,ফ্লোরিয়ান থাউভিন,আন্তোয়ান গ্রিজম্যানকে রাখা হবে সম্ভবত।
বাদ- প্রতিভাবান কিংসলে কোমান চোটের জন্য বাইরে।
বাকিদের মধ্যে দিমিত্রি পায়েত,আন্টনি মার্শিয়াল ইউরোপিয়ান ক্লাব ফুটবলে জনপ্রিয়
নাম হলেও হয়ত রাশিয়াগামী দল থেকে বাদ যাচ্ছেন।
আক্রমণভাগ : এখানেও
বৈচিত্রের অভাব নেই। সম্ভবত, বর্ষীয়ান অলিভিয়ের জিরৌড,ইউরোপিয়ান ক্লাব ফুটবলে
বিস্ময়বালক বলে পরিচিতি পাওয়া কাইলিয়ান এম্বাপে রাশিয়াগামী বিমান ধরছেন।
বাদ- ক্লাব ফুটবলে অভিজ্ঞ হওয়া সত্ত্বেও হয়ত বাদ
যাচ্ছেন আলেকজান্ডার ল্যাকাজ্যাট,কেভিন গ্যামেইরো। শৃঙ্খলাবিরোধী কাজের জন্য
এবারেও হয়ত করিম বেঞ্জিমাকে ফরাসী জার্সি পরে বিশ্বকাপে দেখা যাবে না।
শক্তি: প্রতিভাবান
খেলোয়াড়ের আধিক্য,যা যেকোনো কোচের জন্য সুখবর,আবার মাথাব্যাথা বাড়াতেও যথেষ্ট।
দূর্বলতা:ফরাসী জাতীয়
দলের অধিকাংশ খেলোয়াড়ের কাছেই এটি প্রথম কোনো বড় প্রতিযোগিতা। তাই অনভিজ্ঞতা একটি
বড় ফ্যাক্টর এবারের ফরাসী জাতীয় দলের
কাছে।
সম্ভবনা:
সেমি-ফাইনাল।
No comments:
Post a Comment