ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

ধুলো উড়ে আছড়ে পড়লো ...
বৃষ্টি চাইছি ....
ধুয়ে দিক রাস্তা ঘাট ...
রাস্তাঘাটে বেচারা মনদের হাঁটাচলা আর মুখ থুবড়ে পড়া দেখে দেখে ....
আরো বিতৃষ্ণা উঠে আসছে ...
বৃষ্টিদের ঘেন্না করতে শুরু করেছি ....
গলা দিয়ে নামাতে চাইছি ভুলে যাবার তরল ...

আবার বৃষ্টি পড়ছে ....
মুঠো মুঠো ধুলো ছুঁড়ে দিচ্ছি ...
নুড়ি মেশানো অহংকার বা অধিকার ...খিল্লি দিয়ে যাচ্ছে ..
উঠে পড়েছি ,
বৃষ্টিদের চলে যেতে বলেছি ...
অজানা শহরে গরমে মিশে যেতে বলি ;
তাতে জোর করে জাপ্টে ধরে মন খারাপের সৈন্য ....
হাতে তাদের আজকাল নতুন উন্নত অস্ত্র
বৃষ্টি তে ঠায় বসিয়ে যুদ্ধ করতে শুরু করে....
একটু বিরহে ,
ঘেঁটে দিচ্ছে সরাসরি রাস্তাগুলো ...
ঘেন্না শুরু হয় ,খুব মরে যেতে দিতে ইচ্ছে হয় ...
কেন ?
অদ্ভুত সময় সমীকরণ ....ধুলো উড়িয়ে দেয় !
আছড়ে পড়ে , বৃষ্টি বারবার এসে পড়ে ......



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098