পরিচালক অভিনেতা প্রয়াত শ্রী ঋতুপর্ণ ঘোষের প্রয়ান দিবসে একটি কবিতা তাকে উৎসর্গ করে-
সমকামী শরীর - অনিমেষ সরকার
রাত বাড়ে হায়নার সমকামী দৃষ্টি গভীরে দীপ্তিময়
নাক খসে লালায় কৃমিদের উৎপাত
আর্যবাণীর রেইলগেট ঘেঁষে
স্তন্যপায়ীদের আনাগোনা
সমকামীতায় পুরুষ নারী নেমে আসে জেব্রাশরীরে
সিগারেটের ধোঁয়ায়
ভিক্ট্রিমের মর্মস্পর্শী গ্রিল ধরে এগোতে এগোতে
দুধকাঁকড়ার আক্রমণ
হায়নার চোখ নেকড়ের জঙ্গল বয়ে সমান সমান
''মতো'' শব্দটাকে ঝুলিয়ে রাখি
আমার পায়ে ঘুঙুর বাঁধা -
ছমছম নাচের জ্বর প্রচন্ড
মেডিকেল টিম স্তনের উপর লেপচে দেয় পলিমাটি
আমার লেটার বক্সে প্রশ্ন আসে উড়ে-
সমকামী!
No comments:
Post a Comment