ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


কথাগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে ।কয়লার উনুনের ধোঁয়া যেমন পাক খেয়ে খেয়ে চারদিক কে আঁধার করে দেয় তেমনি পুরবীর জীবন টাও কালো হয়ে যাচ্ছে ।বিশ্বাস ই করতে পারছেন না পূরবী যে অলীক আর কোনো দিন ও মা বলে এসে পিছন থেকে জড়িয়ে ধরবে না ! হাসপাতালের লাউঞ্জে কত মানুষ ,আত্মীয় পরিজন ! নীল ঘূর্ণিতে বিপর্যস্ত পুরবীর মাথাটা ভোঁ ভোঁ করতে থাকে ।ডাক্তার আম্বরীস কিছু বলে যাচ্ছেন ।কথার তরঙ্গ গুলো ভেসে যাচ্ছে ।বাবুকে নিয়ে কি চিন্তাই না ছিল পুরবীর ।ভয়ে কোনো দিন বাইকে চড়তে পর্যন্ত দেন নি ।কিন্তু কি যে হয়ে গেল !তাঁর ই পাশে বসে বাবু গাড়ি চালিয়ে তাঁকে মন্দিরে নিয়ে যাচ্ছিল ।হঠাৎ কি যে হলো !প্রচন্ড জোরে ব্রেক  তারপর আর কিছু মনে ছিল না পুরবীর ।
ডাক্তার অম্বরিস কি যেন বলছেন ,,,,মিসেস সেন !আপনার ছেলের ব্রেন ডেথ হলেও হার্ট চলছে ।দিল্লির একজনের হার্টের দরকার ।যদি ,,,,,,,,।
হার্ট চলছে ?তাহলে ?তাহলে বাবু নেই কেন ??পুরবীর ভুবন জুড়ে ঢাকের বোল ।তাঁর অলিকের হৃদয় তাঁর ই কাছে চাইছে !! ঢাকের বাজনা টা বাজতে বাজতে হঠাৎ সমে এসে থেমে যায় ।কোথাও না কোথাও তো তাঁর অলি তাঁর বাবু বেঁচে থাকবে !!যে হৃদয় তাঁর ই হৃদয় থেকে সৃষ্ট ,যার আগমনে তাঁর জীবন ঘুঙুরের মতো নেচে উঠেছিল এই বিরাট পৃথিবীর কোনো এক কোনে সে গান গেয়ে যাবে !!নাই বা তাকে চিনলেন পূরবী কিন্তু বুকের গভীরে জানবেন যে সে আছে ,,,,,, সে আছে ,,,,সে আছে ।
ঘোর ভেঙে পূরবী যেন জেগে ওঠেন  ,,,,কোথায় সই করতে হবে দিন ,,,,,,,,,,,


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098