চুপ
এত কথা এত এত কথা
সব ভুলে যাচ্ছি সাজানো বাগানে
ওঠা ঝড়ের মতো
তোমায় দেখে আমার যা যা বলার ছিল
সাময়িক স্তব্ধতার অভ্যাসে
আমরা এখনও সনাতন ভাল থাকায় যেতে পারি
এটুকু বিশ্বাস বেঁচে তাই
এত কথা শুনে তবু চুপ থাকি
অবশ
আমার তো কবিতা কিছু নেই
একটা চুলের মতো লম্বা জীবন
কেটে কেটে ছড়িয়ে রাখছি পথে
কোনও বোধ নয় এখানে
এক উদাসীন ঘুড়ি ওড়ে
সুতো ছেঁড়ার ব্যথা বাঁয়ে
এই পথে হেঁটে যাও
পায়ে পায়ে কাঁটা আর কাটা কাটা চুল
কবিতা পড়েছ শুধু জানোনি কখনও
নখ আর চুলে কোনও স্নায়ু ছিল না
No comments:
Post a Comment