অণ্বেষা - রুদেন্দ্র চৌধুরী
যাহা কিছু
সুন্দর,
বাহির বা
অন্তর –
ভাষায় না
মিলিবে,
শুধু কাল
ফুরাবে;
চাহিয়া না
পাবো পিছে –
সুখ-দুখ সবই
মিছে !
জানি, তবু অগোচরে
সময় এর বালুচরে,
বারিধারা অমৃত
খুঁজিতেছি –
মুছিতে গরল
ক্ষত !
মিলিলো ভগ্ন-তরী,
শশীহীন বিভাবরী;
বিষণ্ণ অন্তর !
জীবনের প্রান্তর
–
হাসিতেছে তবু
দেখি !
দুখ সুখ চখা-চখি,
সীমাহীন সে
আকাশে
একই সাথে কাঁদে-হাসে;
এ কেমন ব্যাকুলতা ?
মানবীয় চপলতা –
দিশাহীন চেতনার
প্রয়াস নিরন্তর
!
ধন্য এ
ধরাতলে,
মানব খুঁজিয়া
চলে –
যাহা কিছু
সুন্দর,
বাহির বা
অন্তর !
No comments:
Post a Comment