শহুরে
আর্তনাদে হারিয়ে যায় কিছু সবুজ রঙ।
মুখ আর
মুখোশের দ্বন্দে ক্ষয়ে যেতে থাকে
বিরল ও
বিলুপ্তপ্রায় অনুভূতিরা।
শপিং মলের
আলোয় আবছা স্নায়ু
নিজের অজান্তে
আলিঙ্গন ক'রে বসে
যন্ত্রের
যন্ত্রনাকেই।
আধুনিকতার
মোড়কে স্পেস স্বাধীনতা
গিফট এর
আদানপ্রদানে বুলিয়ে দেয় সফলতার তুলি।
ট্রাফিকে
দাঁড়ানো স্বপ্নগুলো
সিগন্যাল
উপেক্ষা ক'রে
ছুটে যেতে চায়
বালিয়াড়ির দিকে।
অনাবিল ভোরের
অপেক্ষায়
পেরিয়ে যাওয়া
অভ্যাসের রাত
উল্টে নেয়
ক্যালেন্ডারের আরও একটি পাতা।
আবার
রক্তক্ষরণে প্রস্তুত হৃদয়
তবু বন্ধ চোখে
দেখতে পায়-
কুয়াশা ভেজা
শালিখ পাখির রোদ...
No comments:
Post a Comment