ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

সুইডেন বিশ্ব ফুটবলে একটি পরিচিত নাম।যদিও রুশ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যে তাদের যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে তা বলাই বাহুল্য। যোগ্যতাঅর্জন পর্বের প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস, বুলগেরিয়ার মত দেশকে টপকে গ্রুপে দ্বিতীয় হলেও বিশ্বকাপের ছাড়পত্র পেতে তাদের দ্বিতীয় রাউন্ড অবদি অপেক্ষা করতে হয়। দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী ইটালীকে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ১-০ ব্যবধানে পরাস্ত করে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে নেয়।

বিশ্বকাপে সুইডেন: সুইডেন ১৯৩৪ সালে প্রথমবার কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করে।এরপর "ব্ল্যাগুল্ট"রা ১৯৩৮,১৯৫০,১৯৫৮,১৯৭০,১৯৭৪,১৯৭৮,১৯৯০,১৯৯৪,২০০২,২০০৬ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করে।এইওবদি বিশ্বকাপের মঞ্চে তাদের সর্বোত্তম প্রদর্শন ছিল ১৯৫৮ সালে বিশ্বকাপের রানার্স আপ হওয়া। ২০১৮ সালের বিশ্বকাপের ছাড়পত্র পাওয়ার সাথেই সুইডেন ১২ বার বিশ্বকাপের মঞ্চে অংশগ্রহণের সুযোগ পেল।

এবার একনজরে দেখে নেওয়া যাক সুইডেন জাতীয় ফুটবল দলের খুঁটিনাটি

কোচ: আই এফ কে নর্কপিং এবং অন্যান্য সুইডিশ ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন জান অ্যান্ডারসন হলেন সুইডিশ জাতীয় দলের মূল প্রশিক্ষক।তাঁর কোচিংয়ে আই এফ কে নর্কপিং ২০১৫ সালে সুইডেনের জাতীয় লিগ "আল্সভেনস্কান" চ্যাম্পিয়ন হয়।

গোলরক্ষক : সুইডিশ জাতীয় দলের অন্যতম দূর্বল জায়গা এটি। ক্লাব ফুটবলে এফ সি কোপেনহেগেনের হয়ে খেলা রবিন ওলসন সম্ভবত রুশ বিশ্বকাপে সুইডিশ তেকাঠির নীচে থাকবেন। অতিরিক্ত হিসেবে সম্ভবত কার্ল জোহান জনসন,ক্রিস্টোফার নরফেল্ট এর মধ্যে বাছাই করা হবে। 

রক্ষণ : সুইডিশ রক্ষণে নতুন মুখের সংখ্যাধিক্য থাকলেও আন্তর্জাতিক ফুটবলে পরিচিত কিছু অভিজ্ঞ মুখদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।যেমন,মিকায়েল লুস্টিগ(সেল্টিক),ভিক্টর লিন্ডেলফ(ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), মার্টিন ওলসন(সোয়ান্সি সিটি),আন্দ্রেয়াস গ্র‍্যান্কভিস্ট(এফ সি ক্রাসনোডার) ইত্যাদি। 

মাঝমাঠ: এই বিভাগে অভিজ্ঞ মুখদের পাশাপাশি কিছু নতুন মুখদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে সেবাস্টিয়ান লারসন(হাল সিটি),এমিল ফর্সবার্গ(আর বি লিপজিগ),গুস্তাভ স্ভেনসন(সিয়াটেল সাউন্ডার্স  এফ সি),আলবিন অ্যাকদাল(হ্যামবার্গার এস ভি) সম্ভবত চুড়ান্ত দলে থাকছেন। এছাড়াও,নতুনদের মধ্যে অস্কার হিলিয়েমার্ক(জেনোয়া),মার্কাস রোহ্ডেন(ক্রোটোন),ভিক্টর ক্লাসন(এফ সি ক্রাসনোডার) ইত্যাদি দের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আক্রমণভাগ : খাতায়-কলমে সুইডিশ জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ বিভাগ হল এটি। অভিজ্ঞ ওলা টোয়ভোনেন(টউলাউস),মার্কাস বার্গ(আল আইন) ছাড়াও জন গুইদেত্তি(আলাভেস),আইজ্যাক কিয়েস থেলিন(ওয়াসল্যান্ড বেভেরেন)কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শক্তি:প্রতি বিভাগে অভিজ্ঞ ও ফর্মে থাকা খেলোয়াড়ের উপস্থিতি সুইডেনের শক্তি অনেকটাই বৃদ্ধি করেছে।

দূর্বলতা:জ্লাতান ইব্রাহিমোভিচের তারকা খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসরগ্রহণ সুইডেনকে ক্ষতিগ্রস্ত করেছে অনেকটাই। এছাড়াও,দলের বেশকিছু নতুন খেলোয়াড়দের বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতায় খেলার অনভিজ্ঞতা সুইডিশ থিঙ্কট্যাঙ্কের কাছে চিন্তার কারণ।

সম্ভবনা:প্রি-কোয়ার্টার ফাইনাল।


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098