- সুরজ রায়
আমরা এখন শুধু
নিজেদের নিয়েই ব্যস্ত থাকি
সাজানো গোছানো
শৌখিন ঘর
দেওয়ালে
দেওয়ালে রামধনু রং
এলইডি,
ল্যাপটপ, ট্যাব অন্তর্জাতিক সেলফোন
খাট সোফা
ডাইনিং টেবিল পছন্দের আঁকিবুঁকি
আর কিছু
নির্বাচিত সম্পর্কের যাতায়াত৷
হাত গুটিয়ে
নিতে নিতে একদিন
প্রিয় মুখ,
প্রিয় নামগুলোও কখনও কখনও দূরে সরে যায়
ছোট হয়ে আসছে
সব শ্বাস প্রশ্বাসের অলিগলি
দিন দিন
দমবন্ধ ঘরের বাতাস,হাঁপধরা সব উচ্চারণ
একই পাড়াতে
সব থাকি , কাছাকাছি পাশাপাশি
তবুও একটা ঘরে
আরেকটা ঘরের যাতায়াত আর হয় না৷
No comments:
Post a Comment