ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

Korak Misra-র দুটি কবিতা


খবর



এই গ্রীষ্ণে ভারতের কোনও কোনও গ্রামে জল নেই। আমার শহরে জল.. থই থই জল..। ওদের গ্রামে ফসল ফলাতে জল লাগে, সুজলাং সুফলাং শষ্যশ্যামল। আমার শহরে রক্ত ধুতে জল লাগে, শ্যামলিদের সুজাতাদের ক্ষত চিহ্ন ধোয়ার জল।

সেই জল নিয়ে রাজ্যসভার অধিবেশনে সেদিন প্রচন্ড তর্ক হল..
কি নিয়ে তর্ক হল?
শষ্যের জন্য বরাদ্দ জল..
রক্তের জন্য বরাদ্দ জলের অনুপাত নিয়ে..?

কি ভাবে কখন কার বা কাদের দ্বারা ধর্ষণ.. ঠিক এই খবরের কলামগুলোর পাশে..
কি ভাবে কখন কে বা কারা প্রেমে.. খবরগুলো ফলাও করে ছাপুন..
রক্তাক্ত শরীরগুলির পাশে.. অপাপবিদ্ধ মিলনের ছবি, শিশুর ছবি, ফুলের ছবি..

ছাপুন..



                                                                    ২
সংবেদ

এবং যে কোনও ভাবে

সেই চিহ্ন

দুটো চোখের

মধ্যিখানে

জ্বলে..

ক্রমশ চোখ বুজে এলে

যন্ত্রণার মত

ধীরে ধীরে

শরীরে

ছড়ায়..

আর সব ছন্দ কম্পন

আলো হয়ে

হাওয়া হয়ে

পাতায়

শিকড়ে..

চিহ্নিত করে তার দ্রোণ।

সেই চিহ্ন

চিহ্নিত করণ

সত্যি

বল..

তোমার কি মনে পড়ে

সেই জ্বর

জ্বলে ছাই

হয়েছ

জীবন.. ?


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098