ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098
২০১৮ এর বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে। প্রতিবারের মতোই এবারেও হবে বেশ কিছু রেকর্ড, ভাঙবে পুরোনো অনেক তালিকা।
তাই আর দেরি না করে চলুন দেখে নি-
বিশ্বকাপের ৫টি অজানা তথ্য
১) পৃথিবীর প্রায় ৫০% এর বেশি মানুষ ফুটবল বিশ্বকাপ দেখে। ২০১৪ এর একটি সমীক্ষায় জানা গেছে পৃথিবীর প্রায় ৩.২ বিলিয়ন অর্থাৎ প্রায় ৩২০ কোটি মানুষ বিশ্বকাপ দেখেছে।
ফিফা থেকে বিশ্বকাপ নিয়ে জানানো হয়েছে এটি - 'The world most widely viewed sporting event'


২) বিশ্বকাপ জয়ী দেশ শুধুই ট্রফি নয়, সাথে পায় বিশাল অঙ্কের মূল্য যা প্রতি বিশ্বকাপে একটু করে বাড়ে। ২০১৪ বিশ্বকাপে বিজয়ী দেশ(জার্মানি) পেয়েছে ৩৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৩৯ কোটি টাকা এবং রানারআপ টিম(আর্জেন্টিনা) পেয়েছেে ১৭০ কোটি ৫০ লক্ষ্য টাকা। এছাড়াও সব টিমের জন্যেই থাকে উপযুক্ত প্রাপ্যমূল্য।



৩) বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড হলো- ১০:১। ১৯৮২ এর বিশ্বকাপে হ্যাঙ্গেরির এই রেকর্ড এখনো কোনো দেশ ভাঙতে পারেনি। এই ম্যাচে হ্যাঙ্গেরি ১০ গোল করে এল সালভাদরের বিরুদ্ধে।




৪) বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ড্র এর রেকর্ড রয়েছে ইতালির কাছে। ৪ বার বিশ্বকাপ জয়ী দেশ মোট ২১ টি ম্যাচ ড্র করেছে।



৫) প্রায় ৫০টি সর্বমোট দেশ নিয়ে সংঘটিত ২০ টি বিশ্বকাপ জিতেছে ৮টি মাত্র দেশ। যার মধ্যে ৫টি বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ইতালি এবং জার্মানি জিতেছে ৪টি, উরুগুয়ে, ফ্রান্স এবং আর্জেন্টিনা জিতেছে ২টো এবং ইংল্যান্ড ও স্পেন জিতেছে ১টি করে বিশ্বকাপ।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098