পলাশবাড়ি স্টেশন এর কাছেই
দোতলা নিলয় কুঞ্জ হোম ।চারদিক বেশ সুনসান ।নিরালা এই স্টেশন দিয়ে সারাদিনে গোটা পাঁচেক রেলগাড়ি যায় ।বিকেল 5 টার
পর আর কোনো শব্দই শোনা যায় না প্রায় ।হোম টি মানসিক ভাবে বিপর্যস্ত মেয়েদের জন্য
।যাদের দেখার কেউ নেই বা ভয়ংকর কোনো ঘটনা যাদের স্মৃতি কেড়ে নিয়েছে তাদেরকেই এখানে রাখা হয় ।নানা
কর্মকান্ডের মধ্যে
দিয়ে জীবনের মুলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেন পল্লবী ।দুটি এন জি ও তাঁকে
সাহায্য করে ।এছাড়াও আছে কিছু ডোনেশন । পুজো কেটে গেছে ।5 টা বাজতেই অন্ধকার
নামে এই বিরল জায়গায় ।সন্ধেতে প্রার্থনা করে ওরা সবাই ,সঙ্গে পল্লবী ও ।
কিন্তু আজও ঠিক সেই এক ই ঘটনা ।কেরালিয়ান মহিলাটি আজ ও প্রার্থনা সভায় নেই ।ঘন্টা
বেজে গেছে সেই কখন !মাস ছয়েক হলো ওনাকে হাওড়া স্টেশন থেকে এখানে নিয়ে আসা হয়েছে
।নাম ,ধাম গোত্র পরিচয় কিছুই বলতে পারেন নি ।কি করে এখানে এলেন তাও
সঠিক বলতে পারেন নি ।তবে কাউন্সিলর নন্দিনী বলেছে যে সম্ভবত ওনার ছেলে ওনাকে
গাড়িতে তুলে দিয়ে পালিয়ে যায় । ওনার আর কিছু মনে নেই শুধু ট্রেনের হুইসিল আর আওয়াজ
শুনলেই ছুটে যান প্রতিদিন ছাদে ।সিঁড়ি বেয়ে ছাদে যান পল্লবী ।হা ঠিক !ছাদের ধারে
আকুল প্রতীক্ষায় মহিলা দাঁড়িয়ে আছেন ।ছেলে বলেছিল মা !তুমি একটু বসো ।আমি এখুনি আসছি !!
Post Page Advertisement [Top]
To Place your advertisement here call - +917980316633/+918145704098
Bottom Ad [Post Page]
To Place your advertisement here call - +917980316633/+918145704098
No comments:
Post a Comment