ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


আর্জেন্টিনা-১ (আগুয়েরো)

আইসল্যান্ড-১ (ফিনবোগাসন)


২০১৮ এর রাশিয়া বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হয়েছিল দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা একটি ছোট্ট দেশ আইসল্যান্ড (ফিফা রেঙ্কিং ২২)। ২০১৬ এর ইউরো কাপে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে পর্যুদস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া দলটির কাছে সাধারণ ফুটবলপ্রেমীদের যে আলাদা নজর থাকবে.. তা বলাই বাহুল্য। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। আর্জেন্টিনার পক্ষে গোল করেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফরওয়ার্ড সের্জিও আগুয়েরো এবং আইসল্যান্ডের পক্ষে গোলটি করেন আলফ্রেড ফিনবোগাসন। আইসল্যান্ডের মতো 'আন্ডারডগ' বিশ্ব ফুটবলের দৈত্য আর্জেন্টিনাকে আটকে দেয়াতে আইসল্যান্ডের সমর্থকদের মধ্যে স্বভাবতই খুশীর জোয়ার।


ম্যাচ শুরুর ১৯ মিনিটের মাথায় আইসল্যান্ডের জালে বল জড়িয়ে দেন আগুয়েরো। আইসল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শটে গোল করতে কোনো ভুল হয়নি আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের। যদিও এই সুখ খুব বেশিক্ষন স্থায়ী হয়নি আর্জেন্টিনার। মাত্র ৪ মিনিটের ব্যবধানে ২৩ মিনিটের মাথায় বক্সের জটলার মধ্য থেকে ইপিএলে এভারটন দলে খেলা সিগার্ডসন এর বাড়ানো বল ধরে সুযোগ বুঝে কৌশলে গোলে ঠেলে দেন আইসল্যান্ড স্ট্রাইকার আলফ্রেড ফিনবগাসন। এটি বিশ্বকাপের সর্বকালের ইতিহাসে অভিষেক গোল আইসল্যান্ডের। আইসল্যান্ড সমতা ফিরিয়ে আনতেই তেড়েফুঁড়ে খেলা শুরু করে আর্জেন্টিনা। অধিকাংশক্ষেত্রেই বল নিজেদের কাছে রেখে খেলতে শুরু করেন মেসি-বিগলিয়া-ডি মারিয়ারা। মাসচেরানহো-বিগলিয়া ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে থাকায় দুই সাইড ব্যাক মেজা ও স্যালভিওর খুব সহজেই আক্রমণে মেসি-আগুয়েরোদের সাহায্য করতে থাকেন। যদিও আর্জেন্টিনার এই মুহুর্মুহু আক্রমণাত্মক ফুটবল সত্ত্বেও কোনোভাবেই আইসল্যান্ডের রক্ষণের বজ্রআটুনি ভেদ করতে সক্ষম হননি। রক্ষণ নিশ্ছিদ্র রেখে কাউন্টার নির্ভর ফুটবলের উপরই জোর দিয়েছিলেন আইসল্যান্ড ম্যানেজার সিরগ্রীমসন। যা প্রথমার্ধের শেষদিকে বেশ চাপে ফেলে দিয়েছিল আর্জেন্টিনা ডিফেন্সকে। ওটামেন্ডি-মার্কোস রোজোকে নিয়ে গড়া আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্স, অভিজ্ঞ গোলরক্ষক সের্জিও রোমেরোর চোট এবং ডি মারিয়ার অফ ফর্ম নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে আগামীতে কোচ সাম্পাওলির। আরেকদিকে অবশ্যই তারিফ প্রাপ্য আইসল্যান্ড ডিফেন্সের। আর্জেন্টিনা পর্যাপ্ত জায়গা করে নিতেও অসফল বিপক্ষ বক্সে একইসাথে ৭-৮ জন আইসল্যান্ডের ফুটবলার থাকায়। আইসল্যান্ড এর ফুটবলাররা শারীরিক ভাবে প্রচন্ড ফিট এবং উচ্চতা বেশি থাকায় এরিয়াল বলেও খুব একটা সুবিধে করে উঠতে পারেননি দুইবারের বিশ্বকাপ জয়ীরা। ৬৩ তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা.. যা থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। অবশ্য এক্ষেত্রে পুরোপুরিভাবে কৃতিত্ব প্রাপ্য আইসল্যান্ডের ৩৪ বছর বর্ষীয় গোলরক্ষক হল্ডারশনের। প্রথম বিশ্বকাপ খেলতে নামা এই গোলরক্ষক যেভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার মেসির পেনাল্টির সময় নার্ভ শক্ত রেখে বলটিকে ডান দিকে ঝাঁপিয়ে বের করে দিলেন তা সত্যিই প্রশংসাযোগ্য।


আর্জেন্টিনার মেসি নির্ভর ফুটবলের বিপক্ষে আইসল্যান্ড দলের ঐক্যবদ্ধ ফুটবল দেখিয়ে দিলো  ছোট্ট ফুটবল খেলিয়ে দেশগুলিও বিশ্ব ফুটবলের তাবড় দেশগুলোকে বেগ দিতে তৈরি।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098