যুবক যুবক হব তখন.. স্মিতা'কে দেখলেই কেমন যেন
লাগত..একটা শিহরণ আর খুব করে খোয়াহিশ জাগত.. কালো জামা উপচে টুকটুকে ফর্সা গায়ের
রঙ.. মানে.. এর বেশী এগোনো যাবে না.......
তারপর ; গলিতে যাওয়া আসা শুরু .. দিল আমার চিরকালই
বলিউড.. আমাদের মাধবন (ম্যাডি) বা ও'দেশের লিও ( জ্যাক) যেভাবে রেস্পেক্টিভ
নায়িকাগুলোর দিকে তাকাত না!!! উফ..... কি ইচ্ছে ; ওরমভাবেই দেখব স্মিতা'কে.. যদি ; কাজ
হয়....
সেই মতন তাকালাম ও... বৃষ্টির মধ্যে তাকালাম.. ঘামতে ঘামতে গরমকালেও তাকালাম.. শীতকালে গলায় নীল মাফলার ঝুলিয়ে তাকালাম...
তাকালাম মানে ; হাঁ করে তাকালাম.. নাহ...... কোনো ফল নেই...
বুক চিনচিন.. মন আনচান.. আখেরে কিছুই হচ্ছে না.. বন্ধুগুলোউ সব প্রেম করছে.. আর যেগুলো ফাঁকা ; সেগুলো নেশা করছে! কোনোটাই পারছি না... বিপদ.. তার মানে;
আমি তাকাতে জানি না??
এক বিয়েবাড়িতে দেখা! স্যান্ডির কথায় কালো পাঞ্জাবী পড়লাম.. আকাট! আকাট লাগছিল দেখতে! তবু.. বন্ধু তো! জাজ করব? স্মিতাও কালো'য়.. ওহ! ম্যাচিং
ড্রেস -
মানে -- ম্যাচিং
হার্টস!
প্রজাপতয়ে নমহ!! প্রজাপতয়ে নমহ!!
দো দিল মিল গয়ে! আমার সামনেই... অথচ আমি একবার
তাকাতেও পারলাম না? ছি... ছিছিছিছি...
অচানক.. একটা র্যাপড
টিস্যু.. উড়ে এসে কাঁধে জুড়ল.. মানে কেন? দস্যু পৃথিবী... আমাকেই পাস?? স্মিতার
দিকে তাকাতেই বুঝলাম - টেলিপ্যাথি... খুলে দেখ
গান্ডু...
" ঝাড়ি মারা টা আর্ট রে শালা... ও'ভাবে হয় নাকি? বু'ফে কর্নারে আছি.. চুপচাপ চলে আয়... আর হ্যাঁ..
চশ্মাটা খুলে আসবি.. ওটার জন্যই তাকানোটা ঠিকঠাক বুকে লাগে না.... "
No comments:
Post a Comment