ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098




টিম রিভিউ: দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী লাতিন আমেরিকার একটি ছোট দেশ হল উরুগুয়ে। ফুটবল বিশ্বকাপের সাথে এনজো ফ্রান্সেস্কোলি,দিয়েগো ফোরল্যানদের দেশের সম্পর্ক প্রাচীন বলাই যায়। আসন্ন রুশ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের লাতিন আমেরিকার গ্রুপে উরুগুয়ে স্বভাবসুলভ খেলা প্রদর্শনের মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করে সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে যায়।

বিশ্বকাপে উরুগুয়ে:বিশ্ব ফুটবলে "লা সেলেস্তে" বলে পরিচিত উরুগুয়ে ১৯৩০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৩ বার বিশ্বকাপের মঞ্চে পদার্পণের সু্যোগ করে নিয়েছে। ১৯৩০ সাল এবং ১৯৫০ সালের বিশ্বকাপ জয়কেই এ অবদি তাদের সর্বোত্তম সাফল্য বলা যায়।

অংশগ্রহণের বছর-১৯৩০,১৯৫০,১৯৫৪,১৯৬২,১৯৬৬,১৯৭০,১৯৭৪,১৯৮৬,১৯৯০,২০০৪,২০১০,২০১৪,২০১৮*

ফলাফল-চ্যাম্পিয়ন ২বার(১৯৩০,১৯৫০),চতুর্থ স্থান ৩বার(১৯৫৪,১৯৭০,২০১০),কোয়ার্টার ফাইনাল ১বার(১৯৬৬),প্রি-কোয়ার্টার ফাইনাল ৩বার(১৯৮৬,১৯৯০,২০১৪),গ্রুপস্টেজ ৩বার(১৯৬২,১৯৭৪,২০০২)।

                      এবার একঝলকে দেখে নেওয়া যাক এবারের উরুগুয়ে জাতীয় ফুটবল দলের যাবতীয় খুঁটিনাটি ---

কোচ: অতীতে ক্লাব ফুটবলে এসি মিলান,পেনারোল,বোকা জুনিয়র্সের মত ক্লাবকে কোচিং করানো বর্ষীয়ান অস্কার তাবারেজ এবারও উরুগুয়ের মূল প্রশিক্ষকের দায়িত্বে। তিনি ২০০৬ সাল থেকে উরুগুয়ের জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। এর আগে, দুবার উরুগুয়ের অনুর্দ্ধ ২০ জাতীয় ফুটবল দলকেও কোচিং করিয়েছেন। তাঁর প্রশিক্ষণে পেনারোল ১৯৮৭ সালে কোপা লিবার্তাদোরেস এবং বোকা জুনিয়র্স ১৯৯২ সালে সুপারকোপা মাস্টার্স  চ্যাম্পিয়ন হয়। এছাড়াও,২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করান তিনি।

গোলরক্ষক: উরুগুয়ের জার্সিতে টানা দুইটি বিশ্বকাপ খেলা অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরা সম্ভবত এবারেও উরুগুয়ের তেকাঠির নীচে থাকবেন। অতিরিক্ত গোলরক্ষক হিসেবে মার্টিন সিলভা(ভাস্কো দা গামা),মার্টিন ক্যাম্পানা(ইন্ডিপেন্ডেন্টে)র মধ্যে বাছাই করা হবে। 

রক্ষণ: উরুগুয়ের রক্ষণে অভিজ্ঞ মুখের আধিক্য এবারেও বেশি। বর্ষীয়ান ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা(পোর্তো),অভিজ্ঞ দিয়েগো গোডিন(অ্যাটলেটিকো মাদ্রিদ),মার্টিন ক্যাসেরাস(লাজিও),সেবাস্টিয়ান কোটস(স্পোর্টিং সিপি) ছাড়াও ক্লাব ফুটবলে ভাল খেলা প্রতিভাবান হোসে মারিয়া জিমেনেজ(অ্যাটলেটিকো মাদ্রিদ), গিলেরমো ভারেলা(পেনারোল)দের রুশ বিশ্বকাপগামী দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাঝমাঠ: উরুগুয়ের মাঝমাঠ অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে গঠিত হয়েছে। অভিজ্ঞ ক্রিস্টিয়ান রড্রিগেজ(পেনারোল),নিকোলাস লডেইরো(সিয়াটেল সাউন্ডার্স),গ্যাস্টন র‍্যামিরেজ(সাম্পোদোরিয়া),কার্লোস স্যাঞ্চেজ(মন্টেরে) ছাড়াও ক্লাব ফুটবলে ভালো খেলা ম্যাটিয়াস ভেসিনো(ইন্টার মিলান),রডরিগো বেন্টান্কুর(জুভেন্টাস), লুকাস টোরেইরা(সাম্পোদোরিয়া)র মত প্রতিভাবান তরুণ খেলোয়াড়দেরও প্রাধান্য দেওয়া হয়েছে।

আক্রমণভাগ : এই দলের সম্পদ হল শক্তিশালী আক্রমণভাগ। ক্লাব ফুটবলে গোল্ডেন বুটের দৌড়ে থাকা অভিজ্ঞ এডিনসন কাভানি(প্যারিস সেইন্ট জার্মেইন),লুইস সুয়ারেজ(বার্সেলোনা) ছাড়াও তরুণ ম্যাক্সি গোমেজ(সেল্টা ভিগো),ফর্মে থাকা ক্রিশ্টিয়ান স্টুয়ানি(জিরোনা)র উপস্থিতি উরুগুয়ের আক্রমণভাগকে সমৃদ্ধ করেছে।

শক্তি:সববিভাগেই অভিজ্ঞ ও খেলোয়াড়দের উপস্থিতি উরুগুয়েকে সমৃদ্ধ করেছে।এছাড়াও,উরুগুয়ের এবারের দল অনেকটাই ব্যালান্সড। দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে থাকাও উরুগুয়েকে বাড়তি সুবিধা দিয়েছে।

দূর্বলতা: সাম্প্রতিক অতীতে বড় প্রতিযোগিতায় ভালো ফলাফল না হওয়া আসন্ন বিশ্বকাপের আগে উরুগুয়ে থিঙ্কট্যাঙ্কের দুশ্চিন্তা বাড়াতে পারে।তুলনামূলক মাঝারী মানের মাঝমাঠ একটা ফ্যাক্টর হতে পারে আসন্ন বিশ্বকাপে।

নজরে---

১)এডিনসন কাভানি-চলতি মরশুমে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে ৪৮ ম্যাচে ৪০ গোল এবং ১২ অ্যাসিস্টের মালিক কাভানি যে আসন্ন বিশ্বকাপে উরুগুয়ের আক্রমণভাগের অলিখিত নেতা হতে চলেছেন,তা বলাই বাহুল্য।

২)লুইস সুয়ারেজ-বিশ্বকাপে সুয়ারেজের ট্র‍্যাকরেকর্ড ভাল না হলেও আসন্ন বিশ্বকাপে উরুগুয়ের তুরুপের তাস হয়ে উঠতে পারেন নি।চলতি মরশুমে ফর্মে না থাকলেও,বার্সেলোনার হয়ে ৫১ ম্যাচে ৩১ গোল এবং ১৮ অ্যাসিস্ট ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে তার,যা সমীহজাগানো বটেই।

৩)দিয়েগো গোডিন-অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণের স্তম্ভ গোডিনের ওপর আলাদা নজর রাখতেই হবে।চলতি মরশুমে,লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের সবথেকে কম গোল খাওয়ার পেছনে তাঁর ভূমিকা অন্যতম। এছাড়াও,অ্যাটলেটিকো মাদ্রিদের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর তিনি।

৪)ফার্নান্দো মুসলেরা-টানা ২টি বিশ্বকাপে উরুগুয়ের তেকাঠির নীচে থাকা মুসলেরার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই উরুগুয়ের জন্য বাড়তি সুবিধার। এই মরশুমে,গালাতাসারের হয়ে ক্লাব ফুটবলে ১৩টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন।

৫)ক্রিশ্টিয়ান স্টুয়ানি-উরুগুয়ের আক্রমণভাগের এই খেলোয়াড় রুশ বিশ্বকাপে উরুগুয়ের চমক হতে পারেন। চলতি মরশুমে লা লিগায় জিরোনার হয়ে ৩৩ ম্যাচে ২১ গোল করা হয়ে গিয়েছে তাঁর।

সম্ভাবনা:সেমি-ফাইনাল


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098