ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098




টিম রিভিউ: মধ্য আমেরিকার একটি ছোট দেশ পানামা এবারই তাদের ইতিহাসে সর্বপ্রথম কোনো বিশ্বকাপে খেলার ছাড়পত্র জোগাড়ে সমর্থ হল। বিশ্ব ফুটবলে "লস ক্যানালেরোস","লা মারেয়া রোজা" নামে পরিচিত, দুবার কনকাকাফ গোল্ড কাপে রানার্স আপ হওয়া পানামা জাতীয় ফুটবল দল বিশ্বকাপের মঞ্চে স্বাভাবিকভাবেই এক অচেনা প্রতিপক্ষ। বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে চতুর্থ  রাউন্ডে সরাসরি সুযোগ পাওয়ার পর গ্রুপে দ্বিতীয় হয়ে পঞ্চম রাউন্ডে উত্তীর্ণ হয়ে সেখানে গ্রুপে শক্তিশালী আমেরিকা কে টপকে তৃতীয় স্থান অর্জন করে রাশিয়া বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে সমর্থ হয়।

                         এবার একনজরে দেখে নেওয়া যাক পানামা জাতীয় দলের যাবতীয় খুঁটিনাটি ---

কোচ:কলম্বিয়া,ইকুয়েডর,গুয়েতেমালা কে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন হার্নান দারিও গোমেজ এবারের পানামা জাতীয় দলের মূল প্রশিক্ষকের দায়িত্বে। এছাড়াও,তিনি অতীতে অ্যাটলেটিকো ন্যাশনাল,সান্তা ফের মত ক্লাবকেও কোচিং করিয়েছেন।কলম্বিয়াকে ১৯৯৮ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে এবং ২০০২ সালে ইকুয়েডরকে বিশ্বকাপের মূলপর্বে উত্তীর্ণ হতে তিনি সাহায্য করেছিলেন।

গোলরক্ষক : ক্লাব ফুটবলে ডিনামো বুখারেস্টিতে খেলা বর্ষীয়ান খেলোয়াড় জাইমে পেনেডো সম্ভবত এবার রুশ বিশ্বকাপে প্রথম পছন্দ হিসেবেই তেকাঠির নীচে থাকবেন। অতিরিক্ত হিসেবে হোসে ক্যালডেরন এবং অ্যালেক্স রড্রিগুয়েজ আন্তর্জাতিক ফুটবলে একদমই নতুন।

রক্ষণ:পানামার রক্ষণের বেশিরভাগ খেলোয়াড়ই মেজর লিগ সকার নয়ত বাইরের দেশের কোনো ক্লাবলিগে খেলেন। অভিজ্ঞদের মধ্যে রোমান টোরেস(সিয়াটেল সাউন্ডার্স),ফেলিপে ব্যালয়(মিউনিসিপাল), অ্যাডল্ফো মাচাডো(হাউস্টন ডায়নামো) ছাড়াও নতুনদের মধ্যে ফিদেল এস্কোবার(নিউ ইয়র্ক রেডবুলস),মাইকেল মুরিলো(নিউ ইয়র্ক রেডবুলস),লুইস ওভালে(ওলিম্পিয়া) সম্ভবত বিশ্বকাপের চুড়ান্ত দলে থাকছেন।

মাঝমাঠ : এই বিভাগের বেশিরভাগ খেলোয়াড়ই আন্তর্জাতিক ফুটবলে অপরিচিত। অভিজ্ঞদের মধ্যে গ্যাব্রিয়েল গোমেজ(অ্যাটলেটিকো বুকারামাঙ্গা),অ্যানিবাল গডয়(স্যান জোস আর্থকোয়েক্স) ক্লাব ফুটবলে দীর্ঘদিন খেলার সুবাদে স্বল্পপরিচিতি লাভ করেছেন।

আক্রমণভাগ :এই বিভাগে তুলনামূলকভাবে অভিজ্ঞ খেলোয়াড়দের সংখ্যা বেশি।ব্লাস পেরেজ(মিউনিসিপাল), লুইস তেজাডা(স্পোর্ট বয়েস),গ্যাব্রিয়েল টোরেস(হুয়াচিপাটো) ইত্যাদিরা সম্ভবত রাশিয়াগামী দলে থাকছেন।

শক্তি:আন্তর্জাতিক ফুটবলে তুলনামূলকভাবে অচেনা প্রতিপক্ষ হওয়া পানামার কাছে বাড়তি সুবিধার।

দূর্বলতা:অতীতে বিশ্বকাপের মঞ্চে খেলার অভিজ্ঞতা না থাকায় পানামার কাছে এই বিশ্বকাপ যে রীতিমতো "অ্যাসিড টেস্ট" হতে চলেছে ঘোষিত গ্রুপের নিরিখে,তা বলাই বাহুল্য।

সম্ভবনা:গ্রুপলিগ


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098