ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098




হঠাৎই তোর ব্যালকনিতে অঝোরধারা
রাত দুপুরে বৃষ্টি সুখে ঘুমালো পারা
আমি তখন একলা রাতে বৃষ্টিভেজা
'কাম'মেটাতে গভীর ভাবে তোকে খোঁজা
রাত বাড়তে অঝোর ধারা প্রবল বেগে
আমি তখন আশাবাদী সিঁদুরে মেঘে
একটিবার বারান্দাটায় আয়না সখী
কাকভেজা এই মন চাইছে 'তোকে দেখি'
মধ্যরাতে বৃষ্টির পর সোঁদা গন্ধ
কাঁপুনি আসায় হল আমার চোখ বন্ধ
হঠাৎই এক বজ্রপাতের ঝলকানিতে
চোখ খুলে দেখি দাঁড়িয়ে তুই ব্যালকনিতে
নিঃস্বার্থ প্রেমিক সত্বা উঠে দাঁড়াল
তোর জন্য ভোর রাত্রে গান ধরল
ঘুম চোখেতে অলস ভাবে যেই তাকালি
এবার তোর চোখে নামল 'অঝোরধারা'
কান্না ভেজা ব্যালকনিটা বড় মায়াবী
বৃষ্টি সুখে আজ সে হঠাৎ খোশমেজাজি
হঠাৎই আবার আকাশে মেঘের ঘনঘটা
তোর মুখেতে নিবিড় প্রেমের রোদের ছটা
আয় সখী আজ চুমু খাবো এই প্রভাতে
'ব্যালকনি'তোকে ফিরিয়ে দিল আমার হাতে....


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098