আপাতত ৩২ থেকে ১৬। দু‘সপ্তাহের লড়াই শেষ। এবার নকআউট। পালটে যাবে কোচেদের স্ট্রাটেজি। যে ছিল আড়ালে,তুরুপের তাস হয়ে পালটে দেবে সব হিসেব।
প্রথম ম্যাচেই রাশিয়া পাঁচ দিয়ে যেমন শুরু করেছিল তেমন এই চোদ্দদিন ধরে তৈরি হয়েছে উথাল পাতাল নানান মুহূর্ত। হ্যারি কেন, সি আর সেভেনের হ্যাটট্রিক দেখেছি আমরা। সাউথ কোরিয়া দুগোলে হারিয়েছে জার্মানিকে। গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছে জার্মানি।
ফুটবলের ভগবান মেসি পেনাল্টি মিস করেছে,ক্রোয়েশিয়ার কাছে তিন গোল খেয়েছে আর্জেন্টিনা আবার মেসির ম্যাজিকে ফিরে এসেছে মারাদোনার দেশ।
এবারের ডার্ক হর্স রেড ডেভিলস বেলজিয়াম ,সুয়ারেজ-কাভানির উরুগুরের মতন ক্রোয়েশিয়াও তিনটে ম্যাচেই জিতেছে।
ব্রাজিলের সাম্বা ম্যাজিকের ঝলক দেখা গেছে। তবে দাপট কিন্তু ইউরোপের। শেষ ষোলোয় ল্যাতিন আমেরিকা থেকে যাদের নিয়ে স্বপ্ন দেখা যায় তেমন চারটে দলকেই পাবো—ব্রাজিল,আর্জেন্টিনা আর উরুগুয়ে আর ভালদেরামার দেশ কলোম্বিয়া।
মেক্সিকো আর এশিয়ার একমাত্র দেশ জাপান কে ছাড়া বাকি সবকটি দেশই ইউরোপের। এবার আফ্রিকা থেকে কেউ নেই। নজরে ছিল ইজিপ্টের শালহা,দুটো গোল করলেও চোট থাকায় সেভাবে সফল হোলো না শালহা।
পর্তুগাল,স্পেন,ইংল্যান্ড,ফ্রান্স,ডেনমার্ক ,সুইজ্যারল্যাণ্ড,সুুুইডেন, রাশিয়া আর বেলজিয়াম—দশটা দেশই ইউরোপের। গোলের তালিকায় হ্যারি কেন ৫ গোল করে আপাততঃ এগিয়ে থাকলেও রোনাল্ডো,লুকাকু রাও চারটে করে গোল করেছে। সবচেয়ে মজার জাপানের কোয়ালিফিকেশন।
গ্রুপে জাপান আর সেনেগাল দুটো দেশই শেষ করেছে একই পয়েন্টে,এমনকি গোল পার্থক্যও এক। শেষ পর্যন্ত ফেয়ার প্লের হিসাবে, কম কার্ড দেখায় সূর্যোদয়ের দেশ আফ্রিকান সিংহ দের পিছনে ফেলে চলে গেল পরের রাউন্ডে। এরপর হয়ত যা সূচী তাতে ব্রাজিল -আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে সেমি ফাইনালে। এমনকি মেসি আর রোনাল্ডোকেও মুখোমুখি দেখা যেতে পারে।
স্পেন হয়ত আবার ফাইনালে মুখোমুখি হবে রেড ডেভিলসদের। তবে সবই কল্পনা। এবার থেকে সবাই ফেবারিট। হিসাব পাল্টে দেবার আর বদলা নেওয়ার খেলা শুরু।
No comments:
Post a Comment